shono
Advertisement

সিসিটিভি ভাঙার অভিযোগ, দুই খুদেকে আটকে বেধড়ক মার দম্পতির!

বিষয়টি প্রকাশ্যে আসতেই অভিযুক্ত দম্পতিকে মারধর করে স্থানীয়রা। The post সিসিটিভি ভাঙার অভিযোগ, দুই খুদেকে আটকে বেধড়ক মার দম্পতির! appeared first on Sangbad Pratidin.
Posted: 07:21 PM Dec 29, 2019Updated: 07:21 PM Dec 29, 2019

দিব্যেন্দু মজুমদার, হুগলি: সিসিটিভি ভাঙার অভিযোগে দুই শিশুকে আটকে রেখে বেধড়ক মারধরের অভিযোগ উঠল দম্পতির বিরুদ্ধে। প্রতিবাদে অভিযুক্ত দম্পতির বাড়িতে চড়াও হয়ে তাদের বেধড়ক মারধর করেন স্থানীয়রা। রবিবার দুপুরে ঘটনাটিকে কেন্দ্র করে রণক্ষেত্র চেহারা নেয় চুঁচুড়া থানার কানাগড় আশ্রম মাঠ এলাকায়। খবর পেয়ে ব্যান্ডেল ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

Advertisement

স্থানীয় সূত্রে জানা যায়, কানাগড় আশ্রম মাঠ এলাকার বাসিন্দা ওই দুই শুভজিৎ মিস্ত্রি ও দেব বিশ্বাস রবিবার সকালে খেলা করছিল। স্থানীয়দের অভিযোগ, সেই সময় চন্দ্রকুমার ও তাঁর স্ত্রী তাদের বাড়ির বাইরে লাগানো সিসিটিভি ভেঙে দেওয়ার মিথ্যে অভিযোগে দুই শিশুকে প্রায় দুই ঘণ্টা আটকে রাখে। বেধড়ক মারধর করা হয় তাদের। প্রতিবেশী এক ব্যক্তি বিষয়টি দেখে স্থানীয়দের খবর দিলে এলাকার সকলে ঘটনাস্থলে ছুটে যায়। শিশুদুটিকে উদ্ধারের পরই তাঁদের শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন দেখতে পান স্থানীয়রা। এরপরই ক্ষোভে ফেটে পড়েন তাঁরা। অভিযুক্তদের বাড়িতে চড়াও হন। চড়-থাপ্পড় মারা হয় অভিযুক্তদের।

[আরও পড়ুন: পৌষমেলা ভাঙতে বেআইনি পদক্ষেপ বিশ্বভারতী কর্তৃপক্ষের, অভিযোগে সরব ব্যবসায়ী সমিতি]

খবর পেয়ে ঘটনাস্থলে যায় ব্যান্ডেল ফাঁড়ির পুলিশ। তাঁদের তৎপরতায় আয়ত্তে আসে পরিস্থিতি। তবে অভিযুক্ত দম্পতি শিশু দু’টিকে মারধরের বিষয়টি অস্বীকার করেছেন। সেই সঙ্গে সিসিটিভির ভাঙার অভিযোগ জানিয়ে ক্ষতিপূরণের দাবিও জানিয়েছেন। তবে এখনও কোনও পক্ষই থানায় লিখিত অভিযোগ দায়ের করেননি বলেই জানা গিয়েছে।

The post সিসিটিভি ভাঙার অভিযোগ, দুই খুদেকে আটকে বেধড়ক মার দম্পতির! appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement