shono
Advertisement
Russia-Ukraine War

ইউক্রেনের ড্রোনে ছিল ৬ কেজি বিস্ফোরক! পুতিনের বাসভবনে হামলার ভিডিও প্রকাশ রাশিয়ার

কিভ রাশিয়ার অভিযোগ আগেই অস্বীকার করেছে।
Published By: Saurav NandiPosted: 08:50 PM Dec 31, 2025Updated: 08:50 PM Dec 31, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বাসভবনে হামলার ভিডিও প্রকাশ্যে আনল রাশিয়া। ভিডিও প্রকাশ করে মস্কো দাবি করল, ৬ কেজি বিস্ফোরক বোঝাই একের পর এক ড্রোন দিয়ে পুতিনের বাসভবনে হামলা চালানো হয়েছিল গত ২৮ ডিসেম্বর রাতে। সব মিলিয়ে ৯১টি ড্রোন রাশিয়ায় পাঠিয়েছিল ইউক্রেন। যদিও কিভ রাশিয়ার এই অভিযোগ আগেই অস্বীকার করেছে। তাদের দাবি, শান্তিচুক্তি নিয়ে আলোচনা ভেস্তে দিতেই এই অভিযোগ তুলছে। পাশাপাশি রাশিয়ার কাছে প্রমাণও চেয়েছিল তারা। ঘটনাচক্রে, তার পরেই এই ভিডিও প্রকাশ করল মস্কো।

Advertisement

মঙ্গলবার রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই লাভরভ এক বিবৃতিতে দাবি করেছিলেন, মস্কোর পশ্চিমে নভগরদ এলাকায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বাড়ি নিশানা করে অন্তত ৯১টি দূরপাল্লার ড্রোন ছুড়েছে ইউক্রেনীয় বাহিনী। যার সব ক’টিকেই গুলি করে নামানো হয়েছে বলে দাবি করেছিলেন লাভরভ। এই ঘটনার পর থেকেই রাশিয়া-ইউক্রেন শান্তিচুক্তির ভবিষ্যৎ নিয়ে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। ঘটনার কথা শুনে ক্ষুব্ধ আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানান, পুতিনের কাছ থেকেই তিনি ঘটনার কথা শুনেছেন। এর পরেই কিছুটা অসন্তোষের সুরে মার্কিন প্রেসিডেন্ট বলেন, “আমি এটা একদমই পছন্দ করছি না। মোটেও ঠিক হয়নি। আমি খুবই রেগে গিয়েছিলাম।” উদ্বেগ প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও।

প্রসঙ্গত, রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে প্রায় চার বছর ধরে যুদ্ধ চলছে। দফায় দফায় মধ্যস্থতার চেষ্টা করেও এই সংঘর্ষ থামাতে পারেননি ট্রাম্প। রবিবার রাতেও পুতিনের সঙ্গে ফোনে কথা বলেছিলেন তিনি। ঘটনাচক্রে, তার পরেই পুতিনের বাসভবনে ইউক্রেন হামলার চেষ্টা করেছে বলে অভিযোগ তোলে রাশিয়া। যদিও সেই দাবি‘মিথ্যা’ বলে উড়িয়ে দিয়েছে কিভ। ট্রাম্পের বক্তব্য, “এটা সংবেদনশীল সময়। এখন এ সব করার সঠিক সময় নয়। কেউ আক্রমণাত্মক হয়ে উঠলে, তার বিরুদ্ধে পাল্টা আক্রমণাত্মক হয়ে ওঠা এক বিষয়। কিন্তু কারও বাড়িতে হামলা করা সম্পূর্ণ ভিন্ন বিষয়। এখন এই দু’টির মধ্যে কোনওটিই করা উচিত নয়।”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বাসভবনে হামলার ভিডিও প্রকাশ্যে আনল রাশিয়া।
  • ভিডিও প্রকাশ করে মস্কো দাবি করল, ৬ কেজি বিস্ফোরক বোঝাই একের পর এক ড্রোন দিয়ে পুতিনের বাসভবনে হামলা চালানো হয়েছিল গত ২৮ ডিসেম্বর রাতে।
  • সব মিলিয়ে ৯১টি ড্রোন রাশিয়ায় পাঠিয়েছিল ইউক্রেন।
Advertisement