রঞ্জন মহাপাত্র, কাঁথি: কাঁথি পুরসভা (Contai Municipality) থেকে সারদার ফাইল লোপাট মামলায় দুই পুর কর্মীকে গ্রেপ্তার করল কাঁথি থানার পুলিশ। তাঁরা আবার সম্পর্কে দুই ভাই। ধৃতরা পুরসভার দুই স্থায়ী কর্মী। রবিবার ধৃতদের কাঁথি মহাকুমা আদালতে তোলা হবে।
শনিবার দুজনকেই জিজ্ঞাসাবাদ করার জন্যে কাঁথি থানায় হাজির হতে বলা হয়েছিল। কথায় অসঙ্গতি ধরা পড়ায় তাঁদের গ্রেপ্তারর করে পুলিশ। কাঁথি থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তরা হলেন হরিপদ চক্রবর্তী ও ষষ্ঠী চক্রবর্তী। উভয়ের বাড়ি কাঁথি পুরসভা করকুলি এলাকায়। জানা গিয়েছে, এই দুই কর্মীদের মধ্যে হরিপদ চক্রবর্তী কাঁথি পুরসভার সুপারভাইজার এবং ষষ্ঠী চক্রবর্তী কাঁথি পুরসভার পিয়ন পদে নিযুক্ত।
[আরও পড়ুন: স্ত্রীর সঙ্গে অশান্তির জের, পূর্বস্থলীতে কোলের শিশুকে কোপ বাবার]
উল্লেখ্য, কয়েক মাস আগে সারদা কর্তা সুদীপ্ত সেন দাবি করেছিলেন, কাঁথি পুর এলাকায় বহুতল বাড়ি নির্মাণের জন্য পুরসভা কে ৫০ লক্ষ টাকা দিয়েছেন। পরে সরদার বহুতল বাড়ি নির্মাণের ফাইল পুরসভায় খুঁজে পাওয়া যায়নি। তাই পুরসভার চেয়ারম্যান সুবল মান্না কাঁথি থানায় একটি অভিযোগ দায়ের করেন। তদন্ত শুরু করে কাঁথি থানার পুলিশ। এমনকী, জেলার মধ্যে গিয়ে সুদীপ্ত সেনকে জিজ্ঞাসাবাদ করে কাঁথি থানার পুলিশ। তারপরেও অনুমোদনের ফাইলের কম হদিশ পাওয়া যায়নি। ফাইল উদ্ধারের জন্যে পুরসভার একাধিক কর্মী-সহ প্রাক্তন পুর প্রশাসক সিদ্ধার্থ মাইতিকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ।
এরপর শনিবার কাঁথি থানার পুলিশের পক্ষ থেকে নোটিস দিয়ে থানায় ডেকে পাঠিয়ে দুই কর্মীকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ চালান আধিকারিকরা। দুই কর্মীর কথার অসঙ্গতি প্রকাশ পাওয়ায় দু’জনকেই গ্রেপ্তার করে পুলিশ। কাঁথি মহকুমা পুলিশ আধিকারিক সোমনাথ সাহা বলেন, “কাঁথি পুরসভা সারদা নথি খুঁজে পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ দায়ের হয়। সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। পুরো ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।”