সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অশান্ত বাংলাদেশ। শেখ হাসিনার অপসারণ চেয়ে যে আন্দোলন শুরু হয়েছিল, তা ক্রমশ মৌলবাদীদের আস্ফালন আর সংখ্যালঘুদের ত্রাসের কারণ হয়ে দাঁড়াচ্ছে। স্রেফ ধর্মাচরণের জন্য আক্রান্ত হতে হচ্ছে সংখ্যালঘুদের। যার জলজ্যান্ত উদাহরণ দীপু দাস হত্যাকাণ্ড। ওপার বাংলার এই সংখ্যালঘু নির্যাতন নিয়ে এবার মুখ খুললেন ইস্টবেঙ্গল ফুটবলার শৌভিক চক্রবর্তী। তিনি বলছেন, শুধু ধর্মাচরণ, স্বাধীনভাবে বাঁচা আর বাক স্বাধীনতার জন্য যাতে কাউকে ভয় পেতে না হয়, তা নিশ্চিত করতে হবে।
বাংলাদেশে হিংসা। ছবি: সংগৃহীত।
ইস্টবেঙ্গলের সিনিয়র ফুটবলার মঙ্গলবার সোশাল মিডিয়ায় লিখলেন, 'বাংলাদেশের হিন্দু পরিবারগুলিরও নিরাপত্তার অধিকার রয়েছে। শুধু ধর্মাচরণ, স্বাধীনভাবে বাঁচা আর বাক স্বাধীনতার জন্য যাতে কাউকে ভয় পেতে না হয়। প্রতিবাদ করার সময় এসে গিয়েছে। চলুন সত্যিটা প্রকাশ্যে আনি। আর হিন্দুদের জন্য নিরাপত্তা নিশ্চিত করি।' শৌভিক চক্রবর্তী বলছেন, 'যেভাবে ন্যায়বিচারকে দমিয়ে রাখা হচ্ছে, সেটা কষ্টকর। এখনই রুখে দাঁড়াতে হবে।'
এই প্রথম নয়, এর আগে বাংলাদেশের হিন্দু সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসের গ্রেপ্তারির পরও একই ভাবে সরব হয়েছিলেন শৌভিক। উল্লেখ্য, কট্টরপন্থী ছাত্রনেতা ওসমান হাদির মৃত্যুর পর থেকেই ফের অশান্ত বাংলাদেশ। ধর্মীয় অবমাননার অভিযোগে বাংলাদেশে নারকীয় ভাবে হত্যা করা হয়েছে সংখ্যালঘু যুবক দীপ দাসকে। আরও বহু জায়গায় সংখ্যালঘুদের আক্রান্ত হওয়ার খবর পাওয়া যাচ্ছে। এসবের মধ্যে ফের নিরাপত্তাহীনতায় ভুগছেন ওপারের হিন্দুরা। তাঁদের হয়ে এবার সুর চড়ালেন শৌভিক।
