সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের ভয়াবহ পথ দুর্ঘটনা পাহাড়ে। নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড় থেকে ২০০ ফুট গভীর খাদে পড়ে গেল যাত্রীবোঝাই গাড়ি। ঘটনায় ২ জন মারা গিয়েছেন। জখম আরও ৮ জন। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে কালিম্পংয়ের রিয়াংয়ের কাছে। মৃত দুই ব্যক্তির নাম তুষার বর্মন ও সুমিত মালি। তুষার বর্মন ময়নাগুড়ির বাসিন্দা। সুমিত মালির বাড়ি বর্ধমানে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, সিকিম থেকে ওই গাড়িটি শিলিগুড়ি যাচ্ছিল। গতকাল, শুক্রবার রাতে কালিম্পংয়ের রিয়াং এলাকা দিয়ে যাওয়ার সময় ওই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। সেসময় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারের ২০০ ফুট গভীর খাদে পড়ে যায়। দুমড়েমুচড়ে যায় গাড়িটি। দুর্ঘটনার শব্দে স্থানীয়রা ঘটনাস্থলে পৌঁছয়। খবর দেওয়া হয় রিয়াং থানার পুলিশকে। কিছু সময়ের মধ্যেই দুর্ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও জাতীয় সড়ক এবং পরিকাঠামো উন্নয়ন কর্পোরেশন লিমিটেডের কর্মীরা।
বেশ কিছু সময় পরে দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি থেকে একে একে উদ্ধার করা হয় যাত্রীদের। ঘটনাস্থলেই দু'জন মারা যান বলে খবর। প্রত্যেককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জখমদের মধ্যে অনেকের শারীরিক অবস্থা গুরুতর বলে জানা গিয়েছে। দুটি মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন জলপাইগুড়ির বাসিন্দা গৌতম রায়, গ্যাংটকের বাসিন্দা অনুজকুমার প্রসাদ, বীরভূমের বাসিন্দা সবুজকুমার ঘোষ, শিলিগুড়ির বাসিন্দা নির্মা শেরপা ও সাগর শর্মা, রংপোর বাসিন্দা রাম বাহাদুর ছেত্রী। বাকি দু'জনের পরিচয় জানার চেষ্টা চলছে। তাঁরা কী পর্যটক নাকি সাধারণ মানুষ? সেই বিষয়টি জানার চেষ্টা করছে প্রশাসন। কালিম্পং পুলিশ সুপার শ্রীহরি পাণ্ডে জানিয়েছেন, কীভাবে দুর্ঘটনা ঘটল খতিয়ে দেখা হচ্ছে। ঘন কুয়াশার কারণে কি এই দুর্ঘটনা? সেই প্রশ্নও উঠেছে।
