সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আপনার প্রোগ্রামিং অভিজ্ঞতা থাকুক বা না-থাকুক, শেখার আগ্রহ থাকলে তৈরি থাকুন। শীতের কলকাতা ইতিমধ্যেই হাজির হতে চলেছে দারুণ এক প্রযুক্তি উৎসব নিয়ে। গুগল ডেভেলপার গ্রুপ জিডিজি কলকাতার উদ্যোগে হতে চলেছে ‘ডেভফেস্ট কলকাতা ২০২৫’। শহরের ডেভেলপার, ডিজাইনার, ছাত্রছাত্রী এবং স্টার্টআপ প্রতিষ্ঠাতাদের জন্য এ এক বিরাট সুযোগ। দুই দিন ধরে এই অনুষ্ঠানটি সাজানো হয়েছে হাতে–কলমে শেখা ও আলোচনার মঞ্চ দিয়ে।
প্রথম দিন, অর্থাৎ ডিসেম্বরের ২০ তারিখে হবে ‘ওয়ার্কশপ ডে’। এর ঠিকানা হল আরসিসিআইআইটি, কলকাতা। এ দিন সম্পূর্ণভাবে হাতে–কলমে শেখার সুযোগ পাবেন অংশগ্রহণকারীরা। সরাসরি গুগলের আধুনিক প্রযুক্তি নিয়ে কাজ করার সুযোগ মিলবে। AI সেফটি, ক্লাউড ও রিয়েল–ওয়ার্ল্ড প্রোজেক্ট নিয়ে চলবে গাইডেড ল্যাব। প্রায় ৫৫০ জন আগ্রহী প্রযুক্তিপ্রেমী এই ওয়ার্কশপে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে। এটি যুব সমাজ ও নতুন ডেভেলপারদের জন্য বিশাল বড় এক ইভেন্ট।
পরের দিন, ২১ ডিসেম্বর শুরু হবে মূল সম্মেলন। ডেভফেস্ট ডে ২–এর ভেন্যু হল বৈদিক ভিলেজ, কলকাতা। এটিই জিডিজি কলকাতার বার্ষিক ফ্ল্যাগশিপ কনফারেন্স। এই দিন ১,০০০–এরও বেশি প্রযুক্তি বিশেষজ্ঞ ও উৎসাহী মানুষ একত্রিত হবেন। এখানে কৃত্রিম বুদ্ধিমত্তা, জেনারেটিভ AI, অ্যান্ড্রয়েড, ফ্লাটার, ক্লাউড, Firebase এবং Agentic Systems–এর মতো আধুনিক প্রযুক্তি নিয়ে বিস্তারিত আলোচনা হবে। থাকবে নানা কীনোট, লাইভ ডেমো এবং ইন্টার্যাকটিভ সেশন।
ডেভফেস্টের অন্যতম আকর্ষণ এর স্পিকার লাইনআপ। ওয়ার্কশপ ডে–তে গুগল ডেভেলপার এক্সপার্ট ইমরান রোশন হাতে–কলমে জেমিনি CLI ও AI নিরাপত্তা নিয়ে সেশন নেবেন। দ্বিতীয় দিনে থাকবেন দেশের ও বিদেশের বহু নামকরা জিডিই এবং ইন্ডাস্ট্রি লিডার। তাঁদের মধ্যে ঋভু চক্রবর্তী, নিখিলেশ তায়াল, আয়ুষি গুপ্তা এবং গৌরব ক্ষেত্রপালের মতো ব্যক্তিত্বরা উপস্থিত থাকবেন।
দু’দিনের টিকিটেই থাকছে লাঞ্চ, স্ন্যাকস এবং বিশেষ জিডিজি মার্চেন্ডাইজ পাওয়ার সুযোগ। শিক্ষার্থী, তরুণ-তরুণী ও প্রযুক্তিপ্রেমীদের জন্য এ যেন এক বিরাট কর্মযজ্ঞ। আর এই মহান কর্মযজ্ঞে নেতৃত্ব দিচ্ছেন জিডিজি কলকাতার অত্রি দাস ও সুমন্ত্র মুখার্জি। সঙ্গে রয়েছেন কুনাল ঘোষ, শর্মিষ্ঠা ঘোষ ও আকাশ মজুমদারের মতো বিশিষ্ট ব্যক্তিত্বরা।
এটি শুধু একটি সম্মেলন নয়, এটি প্রযুক্তি কমিউনিটির জন্য জ্ঞান, অনুপ্রেরণা ও নতুন সম্পর্ক তৈরির এক বিরাট উৎসব। এই বিশাল আয়োজন সম্পর্কে জানতে হলে আপনারা devfestkolkata.in ওয়েবসাইটে নজর রাখতে পারেন।
