বিক্রম রায়, কোচবিহার: বছর শুরুর দিনই মর্মান্তিক সড়ক দুর্ঘটনা কোচবিহারে। প্রাণ গেল ২ জনের। গুরুতর জখম আরও দুজন হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনাকে কেন্দ্র করে বুধবার বিকেলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে মাথাভাঙার নিশিগঞ্জ এলাকায়। দুর্ঘটনার কারণ ঘিরে ধোঁয়াশা। তবে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, দুই চালকই মদ্যপ ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নতুন বছরের শুরুতে তেকুনিয়া পার্কে পিকনিক করতে গিয়েছিলেন অনেকে। সেখান থেকে ফেরার পথে বিপত্তি। নিশিগঞ্জে ১৬এ জাতীয় সড়ক মুখোমুখি একটি বাইক ও একটি স্কুটি ধাক্কা মারে। দুই গাড়ির চালকেরই ঘটনাস্থলে মৃত্যু হয়। দুই আরোহী হাসপাতালে চিকিৎসাধীন। মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। অসমর্থিত সূত্রের খবর, হাসপাতালে আরও এক আরোহীর মৃত্যু হয়েছে। বাইক চালকের নাম উৎপল ভৌমিক। বাকিদের নাম, পরিচয় জানা যায়নি।
এই দুর্ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় এলাকায়। কীভাবে এই ঘটনা ঘটল, তা এখনও স্পষ্ট নয়। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, পিকনিক থেকে ফেরার পথে বাইক ও স্কুটি দুই চালকই মদ্যপ ছিলেন। নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি ধাক্কা মারে। তাতেই প্রাণ গেল দুজনের। বাকি দুজন মৃত্যুর সঙ্গে লড়ছেন। সবমিলিয়ে এলাকায় শোকের ছায়া।