সংবাদ প্রতিদিন ব্যুরো: ভরসন্ধেয় হুগলিতে (Hoogly) মর্মান্তিক দুর্ঘটনা। কুলগাছিয়া উড়ালপুলে পথ দুর্ঘটনায় মৃত্যু হল দুই মহিলা-সহ তিনজনের। ঘটনাটি ঘটেছে মুম্বাই রোডের কুলগাছিয়া উড়ালপুলে। জানা গিয়েছে, উড়ালপুলে আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে ডিভাউডার টিপকে অন্য লেনে চলে যায় একটি ট্রেলার। উলটো দিক থেকে আসা চারচাকা গাড়ির সঙ্গে ট্রেলারের ধাক্কা লাগে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তিনজনের। আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন এক যুবক।
ঘটনার সূত্রপাত সোমবার সন্ধে সাতটা নাগাদ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, খড়্গপুরের দিকে যাচ্ছিল ট্রেলারটি। উল্টো লেনে ছিল চারচাকা গাড়িটি। কুলগাছিয়া উড়ালপুলে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রেলারটি হঠাৎই ডিভাইডার টপকে অন্য লেনে চলে যায়। সেই সময় ওই লেনে কোলাঘাটের দিক থেকে আসছিল ওই চারচাকা গাড়িটি। ট্রেলারের সঙ্গে চারচাকা গাড়ির মুখোমুখি ধাক্কা লাগে। দুমড়ে মুচড়ে যায় গাড়িটি। চালক-সহ সব যাত্রীরা গাড়ির ভিতরে আটকে পড়েন।
[আরও পড়ুন: Madan Mitra: চড়াম চড়াম! তারাপীঠে ‘লাভলি’ নাচ মদনের, ঢাক বাজিয়েই ছবির প্রচার নেতার]
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় উলুবেড়িয়া থানার পুলিশ। স্থানীয় বাসিন্দা ও পুলিশবাহিনী যৌথভাবে উদ্ধারকাজ শুরু করেন। আহতদের নিয়ে আসা হয় উলুবেড়িয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিকেল কলেজ ও হাসপাতালে। সেখানে চিকিৎসকরা দুই মহিলা ও গাড়ির চালককে মৃত বলে ঘোষণা করেন। প্রাথমিকভাবে জানা গিয়েছে, মৃত দুই মহিলা কোন্নগর দেবপাড়ার বাসিন্দা। মৃত চালকও কোন্নগর কানাইপুর লঙ্কাপুরি এলাকার বাসিন্দা। আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ট্রেলারের চালক।
