shono
Advertisement
Sean-Srijla

ফের জুটি বাঁধছেন শন-সৃজলা, এবার কোন ধারাবাহিক?

একসময়ে পর্দায় 'পিউ' ও 'ঋষি' চরিত্রে দর্শকের মন আলাদা জায়গা তৈরি করেছিল শন-সৃজলা।
Published By: Arani BhattacharyaPosted: 10:10 PM Dec 30, 2025Updated: 10:10 PM Dec 30, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টেলিপর্দায় তাঁদের জুটি হিসেবে জনপ্রিয়তা ঠিক কতটা তা বোধহয় আলাদা করে বলে দেওয়ার প্রয়োজন পরে ন। তাঁর আর কেউ নন, শন বন্দ্যোপাধ্যায় ও সৃজলা গুহ। একসময়ে পর্দায় তাঁরা 'পিউ' ও 'ঋষি' চরিত্রে প্রতিটি দর্শকের মনে একটা আলাদা জায়গা তৈরি নিয়েছিল। 'মন ফাগুন' ধারাবাহিকে তাঁদের প্রথম জুটি হিসেবে পেয়েছিলেন দর্শক। পর্দায় তাঁদের সেই জার্নি শেষ হলেও দর্শকের মনে আজও তাঁদের উজ্জ্বল উপস্থিতি। আর তা থেকেই দর্শকরা তাঁদের পর্দায় ফিরে পাওয়ার আশায় বুক বেঁধেছেন। এবার তাঁদের সেই চাহিদাই পূরণ হতে চলেছে।

Advertisement

বহুদিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছিল যে, পর্দায় তাঁরা ফের জুটি হিসেবে ফিরবেন। এবার তা সত্যিই হতে চলেছে। দর্শকের মনে তা নিয়ে কৌতূহলের সঞ্চার হয়েছে নতুন কোন চরিত্রে দেখা যাবে তাঁদের? বলে রাখা ভালো, নতুন ধারাবাহিকে নয় এবার শন-সৃজলা পর্দায় ধরা দেবেন বর্ষশেষের অনুষ্ঠানে। গানের তালে তালে পা মেলাবেন তাঁরা।

উল্লেখ্য, 'মন ফাগুন' ধারাবাহিকের সময় শন ও সৃজলাকে নিয়ে দানা বেঁধেছিল প্রেমের গুঞ্জন। পর্দার পাশাপাশি তাঁরা অফস্ক্রিনেও বেশ জমিয়ে প্রেম করছেন বলেই শোনা গিয়েছিল সেই সময়। যদিও তাতে কখনওই সিলমোহর দেননি তাঁরা। সেইসময় রোহনের সঙ্গে সম্পর্ক ভাঙে সৃজলার। সেই মুহূর্তে তাই আরও জোরাল হয়েছিল শনের সঙ্গে সৃজলার প্রেমের জল্পনা। যা পরবর্তীতে সময়ের সঙ্গে সঙ্গে থেমে গিয়েছিল।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • 'মন ফাগুন' ধারাবাহিকে তাঁদের প্রথম জুটি হিসেবে পেয়েছিলেন দর্শক।
  • পর্দায় তাঁদের সেই জার্নি শেষ হলেও দর্শকের মনে আজও তাঁদের উজ্জ্বল উপস্থিতি।
  • আর তা থেকেই দর্শকরা তাঁদের পর্দায় ফিরে পাওয়ার আশায় বুক বেঁধেছেন। এবার তাঁদের সেই চাহিদাই পূরণ হতে চলেছে।
Advertisement