shono
Advertisement
Haringhata

অনলাইনে অর্ডার করেও অধরা সামগ্রী, রাস্তাতেই চুরি! ফোন, ল্যাপটপ-সহ হরিণঘাটায় গ্রেপ্তার ৩

একাধিক তদন্তের কিনারা করল পুলিশ।
Published By: Suhrid DasPosted: 08:18 PM May 25, 2025Updated: 08:20 PM May 25, 2025

সুবীর দাস, কল্যাণী: বড়সড় সাফল্য পেল নদিয়ার হরিণঘাটা থানার পুলিশ। একাধিক তদন্তের কিনারার পাশাপাশি গ্রেপ্তার করা হল অভিযুক্তদের। সাংবাদিক বৈঠক করে সেই কথা জানালেন পুলিশ আধিকারিকরা। সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন রাণাঘাট পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার সিদ্ধার্থ ধাপলা, কল্যাণীর ডিএসপি, হরিণঘাটা থানার আইসি-সহ অন্যান্য আধিকারিকরা।

Advertisement

জানা গিয়েছে, হরিণঘাটা এলাকায় বেশ কিছুদিন ধরেই অনলাইন মাধ্যমে অর্ডার নিয়ে আসা একাধিক দামি মোবাইল ফোন, ল্যাপটপ চুরি হয়ে যাচ্ছিল। বেশ কয়েকটি ঘটনায় হরিণঘাটা থানায় লিখিত অভিযোগ দায়ের হয়। পুলিশ তদন্তে নেমে বিভিন্ন জায়গায় হানা দেয়। ঘটনায় গ্রেপ্তার করা হয় তিন দুষ্কৃতীকে। উদ্ধার করা হয়েছে একাধিক দামি মোবাইল ফোন, ল্যাপটপ, ট্যাব। পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম সঞ্জিত প্রসাদ, অঙ্কিত কুমার সিং ও মহম্মদ সিরাজ। ঘটনায় আর কারা জড়িত আছে, সেই বিষয় জানার জন্য ধৃতদের জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানানো হয়েছে।

অন্যদিকে, আর একটি চুরির ঘটনায় গ্রেপ্তার এক দুষ্কৃতী। জানা গিয়েছে, উত্তর ২৪ পরগনা জেলার বেলঘরিয়ায় সোনা, রুপোর গয়না চুরির ঘটনা ঘটেছিল। সেই ঘটনার তদন্তে নেমে পুলিশ হরিণঘাটা মোহনপুরের পাঁচপোতা এলাকার বাসিন্দা মহসিন মণ্ডলের সন্ধান পান। শুক্রবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে হরিণঘাটা থানার পুলিশ ওই ব্যক্তির বাড়িতে হানা দেয়। সেখানে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় একটি রুপোর চেন, ২০ গ্রাম সোনা। এরপরই ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত মহসিন মণ্ডল বেলঘরিয়ার ওই চুরির ঘটনায় যুক্ত। চুরির বেশ কিছু গয়না আগেই তিনি বিক্রি করে দিয়েছিলেন। বাকি গয়না নিজের বাড়িতে রেখেছিলেন। কাকে চুরির গয়না বিক্রি করা হয়েছে, সেই বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে বলে খবর। এছাড়াও হরিণঘাটা ডেয়ারি ফার্ম থেকে জলের পাম্প মেশিনের চুরির ঘটনা কিনারা করল পুলিশ। উক্ত ঘটনায় জ্যোতির্ময় মণ্ডল নামে এক ব্যক্তি-সহ দু'জনকে গ্রেপ্তার করা হয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বড়সড় সাফল্য পেল নদিয়ার হরিণঘাটা থানার পুলিশ। গ্রেপ্তার করা হল অভিযুক্তদের।
  • হরিণঘাটা এলাকায় বেশ কিছুদিন ধরেই অনলাইন মাধ্যমে অর্ডার নিয়ে আসা একাধিক দামি মোবাইল ফোন, ল্যাপটপ চুরি হয়ে যাচ্ছিল।
Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার