সৈকত মাইতি, হলদিয়া: জলসা দেখে ফেরার সময় পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন তিন ভাই। হলদিয়া মেচেদা ৪১ নম্বর জাতীয় সড়কে মাইতির মোড়ের কাছে একটি ট্রাকের পিছনে বাইকের ধাক্কা মারলে দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে পুলিশ গিয়ে আহত তিনজনকে উদ্ধার করে হলদিয়া মহকুমা হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসকরা দুজনকে মৃত বলে ঘোষণা করেন। পরে আরও একজনের মৃত্যু হয়েছে হাসপাতালে।
পুলিশ সূত্রে খবর, মৃত শেখ শামসুর জামান, শেখ নুর মহম্মদ ও শেখ সাহেদ তিন ভাই। তমলুক থানার রানিচক গ্রামের বাসিন্দা তাঁরা। মঙ্গলবার রাতে তমলুক থেকে বাইক নিয়ে হলদিয়ার তালপুকুরের একটি জলসায় যোগ দেওয়ার জন্য গিয়েছিলেন তিনজন। জলসা সেরে গভীর রাতে বাড়ি ফেরার সময় ৪১ নম্বর জাতীয় সড়কের পাশে বিকল অবস্থায় দাঁড়িয়ে থাকা একটি বাইশ চাকার ট্রাকের পিছনে সজোরে ধাক্কা মারে বাইকটি। ঘটনাস্থলেই ছিটকে পড়েন তিন বাইক আরোহী। থানার ওসি গোপাল পাঠক জানিয়েছেন, রাতে দৃশ্যমানতা কম থাকায় দাঁড়িয়ে থাকা ট্রাকটিকে দেখতে পাননি বাইকের চালক। যার জেরে এই দুর্ঘটনা বলে মনে করা হচ্ছে। একসঙ্গে তিন ছেলেকে হারিয়ে স্বভাবতই অসহায় পরিবার। শোকস্তব্ধ আত্মীয়, পরিজন।
[শচীন পালিয়েছে, দিনভর নাইট শেলটারে থাকতে হবে সৌরভকে]
