shono
Advertisement
Hooghly

একই পরিবারের ৩ সদস্যের ঝুলন্ত দেহ উদ্ধার, ডাক্তারি পড়ুয়া ছেলের মৃত্যুশোকে চরম সিদ্ধান্ত!

হুগলিতর নন্দী পরিবারের ডাক্তারি পড়ুয়া সন্তান আটমাসে আগে আত্মঘাতী হয়েছিলেন।
Published By: Paramita PaulPosted: 10:31 AM Apr 17, 2025Updated: 10:32 AM Apr 17, 2025

সুমন করাতি, হুগলি: আত্মঘাতী একই পরিবারের তিন সদস্য। এই মর্মান্তিক ঘটনায় বৃহস্পতিবার সকালের গোঘাটের বেঙ্গাই পঞ্চায়েতের উপশালঝাড় গ্রামে শোকের ছায়া। কিছুদিন আগে প্রৌঢ় দম্পতির ছেলে আত্মহত্যা করেছিলেন। তারপর থেকেই ভেঙে পড়েছিলেন তাঁরা। মনে করা হচ্ছে, সেই শোকেই আত্মঘাতী হল গোটা পরিবার।

Advertisement

এদিন সকালে মা, ছেলে ও বউমাকে বাড়ি লাগোয়া গোয়ালঘরে ঝুলন্ত অবস্থায় দেখতে পান প্রতিবেশীরা। জানা গিয়েছে, মৃতরা হলেন অনিমা নন্দী, বয়স ৭৫ বছর, কাশীনাথ নন্দী, বয়স ৫৫ বছর এবং মমতা নন্দী, বয়স ৪২ বছর। আত্মীয় ও প্রতিবেশীদের দাবি, আট মাস আগে কাশীনাথ নন্দীর ২১ বছরের ডাক্তারি পড়ুয়া ছেলে শান্তনু আত্মঘাতী হয়েছিলেন। তারপর থেকেই পরিবারের সকলে ভেঙে পড়েছিলেন। কারও সঙ্গে তেমন কথাবার্তা বলতেন না। পুত্রশোকেই পরিবারের সকলে একসঙ্গে এই মর্মান্তিক সিদ্ধান্ত নিয়েছেন বলে প্রতিবেশীদের অনুমান।

এদিন সকালে পরিবারের কাউকে বাইরে বেরতে না দেখে প্রতিবেশীদের সন্দেহ হয়। অনেক ডাকাডাকি করেও সাড়া না মেলায় প্রতিবেশীরা বাড়ির ভিতর ঢোকেন। তখনই লক্ষ্য করেন গোয়ালঘরে তিনজন গলায় দড়ি দিয়ে ঝুলছেন। এরপরই স্থানীয়রা গোঘাট থানায় খবর দেন। পুলিশ তিনজনের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। মর্মান্তিক এই ঘটনায় এলাকায় শোকের ছায়া।

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement