shono
Advertisement
Purulia

অন্তর্ঘাত! পুরুলিয়ায় রেলের সিগন্যাল বক্স থেকে সামগ্রী চুরিতে ধৃত রেলেরই ৪ কর্মী

আরও কেউ জড়িয়ে আছে কিনা, খতিয়ে দেখা হচ্ছে।
Published By: Suhrid DasPosted: 03:06 PM May 26, 2025Updated: 03:06 PM May 26, 2025

অমিত সিং দেও, পুরুলিয়া: রেলের সিগন্যালের বক্স থেকে চুরি গিয়েছিল একাধিক যন্ত্রাংশ। সেই ঘটনার তদন্তে নেমে রেল পুলিশ গ্রেপ্তার করল চার অভিযুক্তকে। জানা গিয়েছে, ওই চারজনই চুক্তিভিত্তিতে রেলের দপ্তরে কাজ করতেন। উদ্ধার একাধিক যন্ত্রাংশ। ঘটনাটি নিছক চুরি? নাকি এর পিছনে কোনও অন্তর্ঘাতের ছক রয়েছে? সেই বিষয়টি তদন্ত করে দেখছে পুলিশ। রেল দপ্তরের থেকেও আরও নজরদারি বাড়ানো হয়েছে।

Advertisement

রেল পুলিশ সূত্রে খবর, ওই যন্ত্রাংশ চুরির ঘটনাটি ঘটেছিল চলতি মাসের ৯ তারিখ। পুরুলিয়া আদ্রা রেলপথে বাগালিয়া ও কুস্তাউর স্টেশনের মাঝামাঝি এলাকায় সিগন্যাল ব্যবস্থায় গোলোযোগ দেখা দিয়েছিল। দ্রুত সেখানে গিয়ে রেলের কর্মীরা দেখতে পান সিগন্যালের একাধিক যন্ত্র সেখান থেকে খুলে নেওয়া হয়েছে। ওইসব যন্ত্রপাতি সিগন্যালিং ব্যবস্থাকে সচল রাখে বলে রেলের তরফে জানানো হয়েছে। ওই পথে সেসময় ট্রেন গেলে দুর্ঘটনা ঘটার আশঙ্কাও ছিল। দ্রুত সেই লাইনে সিগন্যালিং ব্যবস্থা ঠিক করা হয়। তড়িঘড়ি পুরুলিয়া আরপিএফ ও আদ্রা রেল পুলিশের স্পেশাল ফোর্স তদন্তে নেমেছিল।

তদন্তে নেমে রেল পুলিশের হাতে একাধিক তথ্য আসে। লোকেশন ট্র্যাক করা শুরু হয়। রবিবার রাতে চারজনকে গ্রেপ্তার করা হয়। ধৃতদের নাম খেমানন্দ চিত্রকর, জিতেন চিত্রকর, রাধু চিত্রকর, ও ভৈরব কর্মকার। ধৃতরা রেলেরই চুক্তিভিত্তিক কর্মী বলে দেখা দিয়েছে চাঞ্চল্য। কর্মীদের মধ্যেও শোরগোল পড়েছে। নিছক চুরি? নাকি কোনওরকম অন্তর্ঘাতের ছক কষা হচ্ছিল? সেসব বিষয়ও খতিয়ে দেখা হচ্ছে। পুরুলিয়া স্টেশনের আরপিএফ আধিকারিক এসকে তিওয়ারি জানিয়েছেন, তদন্ত চলছে।

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • রেলের সিগন্যালের বক্স থেকে চুরি গিয়েছিল একাধিক যন্ত্রাংশ। সেই ঘটনার তদন্তে নেমে রেল পুলিশ গ্রেপ্তার করল চার অভিযুক্তকে।
  • রেল পুলিশ সূত্রে খবর, ওই যন্ত্রাংশ চুরির ঘটনাটি ঘটেছিল চলতি মাসের ৯ তারিখ।
Advertisement