shono
Advertisement
Digital Arrest

ডিজিটাল অ্যারেস্টে দেশে 'প্রথম' সাজা, কল্যাণী আদালতের নির্দেশে যাবজ্জীবন ৯ জনের

সাজা ঘোষণা করল কল্যাণী মহকুমা আদালত।
Published By: Subhankar PatraPosted: 07:35 PM Jul 18, 2025Updated: 11:05 PM Jul 18, 2025

সুবীর দাস, কল্যাণী: দেশের সাইবার ক্রাইমের ইতিহাসে প্রথম! গোটা দেশে ডিজিটাল অ্যারেস্ট ক্রাইমে অভিযুক্ত ৯ জনের যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ। সাজা ঘোষণা করল কল্যাণী মহকুমা আদালত।

Advertisement

গত বছর কল্যাণীর এক অবসরপ্রাপ্ত কৃষি বিজ্ঞানীর থেকে প্রায় ১ কোটি টাকা প্রতারণার অভিযোগ পায় কল্যাণী সাইবার ক্রাইম পুলিশ। তদন্তে পুলিশ জানতে পারে তিনি ডিজিটাল অ্যারেস্টের শিকার। ধাপে ধাপে তাঁর থেকে কোটি টাকার প্রতারণা করে অপরাধীরা। তদন্তে ৬ নভেম্বর মোট ১৩ জনকে গ্রেপ্তার করে কল্যাণীর সাইবার ক্রাইম থানা। ধৃতরা রাজস্থান, মহারাষ্ট্র, হরিয়ানা, গুজরাটের বাসিন্দা। একজন মহিলা রয়েছে। লাগাতার একমাস বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে পুলিশ। তাদের থেকে উদ্ধার করা হয় প্রচুর মোবাইল ফোন, ব্যাঙ্কের পাসবই, চেকবই, প্যানকার্ড-সহ একাধিক নথি।

অভিযুক্তদের জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে, প্রতারকরা দেশের বিভিন্ন প্রান্ত থেকে কয়েকশো কোটি টাকার জালিয়াতি করেছে। পাশাপাশি এই টাকা বিদেশে পাঠানো হয়েছে বলে পুলিশ জানতে পারে। তদন্তকারীরা আরও জানতে পেরেছে এই চক্রের মাথা রয়েছে কম্বোডিয়ায়। সব তথ্য জানার পরই ৯ অভিযুক্তদের বিরুদ্ধে ২ হাজার পাতার চার্জশিট পেশ করে পুলিশ। বাকি চারজনকে অন্য কেসে পাঠানো হয়।

সব তথ্য প্রমাণ এক করে ২ হাজার পাতার চার্জশিট পেশ করে পুলিশ। সওয়াল জবাবের পর বৃহস্পতিবার অভিযুক্তদের দোষী সাবস্ত্য করে আদালত। আজ, শনিবার তাদের যাবজ্জীবন সাজা ঘোষণা করল আদালত।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • দেশের সাইবার ক্রাইমের ইতিহাসে প্রথম!
  • গোটা দেশে ডিজিটাল অ্যারেস্ট ক্রাইমে অভিযুক্ত ৯ জনের যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ।
  • সাজা ঘোষণা করল কল্যাণী মহকুমা আদালত।
Advertisement