দেবব্রত মণ্ডল, বারুইপুর: এনুমারেশন ফর্ম পূরণের পর তা জেরক্স করতে যাওয়াই কাল। দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে মৃত্যু হল প্রৌঢ়ের। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরের (Baruipur) মল্লিকপুরে। ইতিমধ্যেই দেহ ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ।
জানা গিয়েছে, মৃতের নাম প্রদীপকুমার দাস। তিনি দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরের মল্লিকপুরের বাসিন্দা। রাজ্যজুড়ে চলছে এসআইআর। সকলেই এনুমারেশন ফর্ম পূরণ করে তা জমা দিচ্ছেন। স্বাভাবিকভাবেই ফর্ম পূরণ করেছিলেন প্রদীপবাবু। তবে ভেবেছিলেন জমা দেওয়ার আগে সেটি জেরক্স করে নিজের কাছে রাখবেন। সেই মতোই শুক্রবার সকালে এলাকার একটি ফটোকপির দোকানে যান প্রৌঢ়। লাইন থাকায় বেশ কিছুক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকতে হয় তাঁকে।
সেই সময় আচমকাই রাস্তায় পড়ে যান বৃদ্ধ। অচৈতন্য হয়ে পড়ায় প্রাথমিকভাবে জল দিয়ে তাঁকে সুস্থ করার চেষ্টা করা হয়। কিন্তু তাতে লাভ হয়নি। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে যায় বারুইপুর থানার পুলিশ। তাঁরা গিয়ে বৃদ্ধকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে। হাসপাতাল সূত্রে খবর, প্রাথমিকভাবে মনে করা হচ্ছে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে প্রৌঢ়ের। তবে ময়নাতদন্তের রিপোর্ট এলেই মৃত্যুর কারণ স্পষ্ট হবে।
