কল্যাণ চন্দ, বহরমপুর: বেসরকারি নার্সিংহোমের এক নার্সের রহস্যমৃত্যু। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়াল মুর্শিদাবাদের (Murshidabad) বহরমপুরে। ঘর থেকে উধাও মোবাইল, সোনার গয়না। আত্মহত্যা নাকি খুন? ক্রমশ ঘনাচ্ছে রহস্য।
জানা গিয়েছে, মৃতার নাম ঝুমা সিংহ। মুর্শিদাবাদের বহরমপুরের(Berhampore) বাসিন্দা তিনি। পরিবার সূত্রে খবর, গত ৭ বছর বিভিন্ন নার্সিংহোমে নার্সের কাজ করতেন তিনি। বর্তমানে বহরমপুর বাসস্ট্যান্ড সংলগ্ন একটি বেসরকারি নার্সিংহোমে কর্মরত ছিলেন ঝুমা। থাকতেন হস্টেলে। শনিবার রাতে ওই নার্সিংহোমে ডিউটিতে যাওয়ার কথা ছিল ঝুমার। কিন্তু তার আগেই হঠাৎ করে মোবাইল অফ হয়ে যায়। সাড়ে আটটা নাগাদ ওই নার্সিংহোম কর্তৃপক্ষ জানায়, হস্টেলে ঝুমার মৃতদেহ পাওয়া গিয়েছে। খবর পেয়ে দেহ উদ্ধার করে পুলিশ। কিন্তু কীভাবে মৃত্যু? তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা।
[আরও পড়ুন: ছাপিয়ে গেল মার্কিন নির্বাচনকেও, বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল ভোট দেখল ভারত!]
সূত্রের খবর, বহরমপুরের মধুপুরে ঝুমা হস্টেলে থাকতেন। সেখানে আরও একজন থাকতেন। কিন্তু রুমমেট ছুটি নিয়ে নিজের বাড়িতে গিয়েছিলেন ওইদিন। ফলে ঝুমা একাই ছিলেন। কিন্তু কীভাবে মৃত্যু হল ওই নার্সের? সেটাই প্রশ্ন। জানা গিয়েছে, কদিন আগেই ঝুমা শামসেরগঞ্জের বাড়ি গিয়েছিলেন। সেখানে কিছু ঘটেছিল কি না, তাও স্পষ্ট নয়। এদিকে পরিবারের দাবি, সোনার গয়না পাওয়া যাচ্ছে না। ফলে আত্মহত্যা না খুন তা নিয়ে ধোঁয়াশা। হস্টেলের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে বহরমপুর থানার পুলিশ।