shono
Advertisement

মালদহের পর বজবজ, পরিত্যক্ত বাড়িতে প্রবল বিস্ফোরণে প্রাণ গেল ১ জনের

কীভাবে পরিত্যক্ত বাড়িতে বিস্ফোরণ ঘটল, তা খতিয়ে দেখছে পুলিশ।
Posted: 06:24 PM Nov 12, 2021Updated: 09:01 PM Nov 12, 2021

সুরজিৎ দেব, ডায়মন্ড হারবার: মালদহের পর বজবজ (Budge Budge)। ভরদুপুরে বিকট শব্দে বিস্ফোরণ। প্রাণ গেল একজনের। মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে বজবজ পুরসভার ১৯ নম্বর ওয়ার্ডের ব্যঞ্জনহেড়িয়ার হাজি মহম্মদ মহসিন রোডে। কীভাবে পরিত্যক্ত বাড়িতে বিস্ফোরণ ঘটল, তা খতিয়ে দেখছে পুলিশ। শনিবার ঘটনাস্থলে যাচ্ছে ফরেনসিক টিম।

Advertisement

ওই এলাকায় ফাঁকা মাঠের এক কোণে টালির চালের একটি বাড়ি ছিল। তার মালিক স্থানীয় ব্যবসায়ী। ঘরটিতে স্থায়ীভাবে কেউই বসবাস করতেন না। তবে গোলাম মেহবুব ওরফে পাগলা দিলীপ নামে বছর চল্লিশের এক ব্যক্তি পরিত্যক্ত ঘরটির আশেপাশে ঘোরাফেরা করতেন।

[আরও পড়ুন: ফের শহরে ভয়াবহ অগ্নিকাণ্ড, তপসিয়ার বাসস্ট্যান্ডের কাছে আগুন লাগায় ছড়াল তীব্র চাঞ্চল্য]

শুক্রবার দুপুরেও ওই বাড়ির পাশেই ছিলেন গোলাম মেহবুব। সেই সময়ই বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। আওয়াজ শুনে হতচকিত হয়ে যান স্থানীয়রা। জড়ো হয়ে যান এলাকার লোকজন। থবর পাওয়ামাত্রই বজবজের ডিএসপি (শিল্প) নিরুপম ঘোষের নেতৃত্বে বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে পৌঁছয়। গোলাম মেহবুবকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। উদ্ধারের সময় বিস্ফোরণের তীব্রতায় হাত, পা-সহ শরীরের বিভিন্ন অংশ আগুনে ঝলসে গিয়েছিল তাঁর। তবে হাসপাতালে নিয়ে গিয়েও শেষরক্ষা হয়নি। চিকিৎসকরা জানান, মৃত্যু হয়েছে গোলাম মেহবুবের। 

ওই পরিত্যক্ত বাড়িটিতে কেন বিস্ফোরণ হল, তা বোঝা যাচ্ছে না। কোনও দাহ্য পদার্থ নাকি বিস্ফোরক মজুত ছিল ওই পরিত্যক্ত বাড়িটিতে, তা খতিয়ে দেখা হচ্ছে। শনিবার ঘটনাস্থলে যাচ্ছে ফরেনসিক টিম। এ প্রসঙ্গে পুরপ্রশাসক বোর্ডের ভাইস চেয়ারপার্সন লুৎফর হোসেন বলেন, “কী কারণে বিস্ফোরণ হল, তা খতিয়ে দেখছে পুলিশ। সবদিক খতিয়ে দেখে অভিযুক্তদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেবে পুলিশ।”

[আরও পড়ুন: ফের শহরে অ্যাপ ক্যাবের দৌরাত্ম্য, গাড়ির চালকের হাতে নিগ্রহের শিকার মহিলা সংবাদকর্মী]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup রাজধানী এক্সপ্রেস toolbarvideo ISL10 toolbarshorts রোববার