shono
Advertisement
Jalpaiguri

ছাত্রীকে 'ধর্ষণ', প্রেগন্যান্সি কিট হাতে ধরিয়ে বাড়ি পাঠাল অভিযুক্ত! জলপাইগুড়িতে চাঞ্চল্য

অভিযুক্তর খোঁজ চলছে বলে জানিয়েছে পুলিশ। 
Published By: Sayani SenPosted: 12:42 PM Feb 09, 2025Updated: 12:43 PM Feb 09, 2025

শান্তনু কর, জলপাইগুড়ি: স্কুলছাত্রীর ব্যাগে প্রেগন্যান্সি কিট! সন্দেহ হতেই কিশোরীকে জিজ্ঞাসাবাদ করতে শুরু করেন পরিবারের লোকজন। আর তাতেই সামনে এল চাঞ্চল্যকর তথ্য। জানায়,  স্কুল থেকে ফেরার পথে তাকে ধর্ষণ করেছে এক টোটোচালক। জলপাইগুড়ি সদর ব্লক এলাকার ঘটনায় জলপাইগুড়ি মহিলা থানায় অভিযোগ দায়ের হয়েছে। ঘটনা জানাজানি হতেই এলাকা ছেড়ে গা ঢাকা দিয়েছে অভিযুক্ত টোটোচালক। অভিযুক্তর খোঁজ চলছে বলে জানিয়েছে পুলিশ। 

Advertisement

ছাত্রীর ঠাকুমা জানান, অভিযুক্ত টোটোচালক তাদের এলাকারই বাসিন্দা। মাঝেমধ্যেই নাতনিকে স্কুলে নিয়ে যাওয়াত করত। শনিবার ওই ছাত্রীর স্কুলের ব্যাগে প্রেগনেন্সি কিট পাওয়া যায়। জিজ্ঞসাবাদে নাতনি জানায়, সপ্তাহদুয়েক আগে ওই টোটোচালক নাতনিকে তিস্তা বাঁধ এলাকায় পার্কে নিয়ে যায়। চকোলেট খাওয়ায়। যেহেতু পরিচিত সে কারণে সন্দেহ হয়নি। চকোলেট খাওয়ার পরে অজ্ঞান হয়ে যায়। সেই সুযোগে ধর্ষণ করে বলে অভিযোগ। কিশোরীর দাবি, কাউকে একথা বললে প্রাণনাশের হুমকি দেয়। অন্তঃসত্ত্বা হয়েছে কিনা তা জানার জন্য প্রেগন্যান্সি টেস্ট কিট বাড়িতে পাঠায় অভিযুক্ত।

ওই কিটই কিশোরীর পরিবারের লোকজন দেখে ফেলেন। সামনে আসাতেই পুরো ঘটনা সামনে আসে। রাতে মহিলা থানায় অভিযোগ দায়ের করে নাবালিকার পরিবার। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযুক্ত পলাতক। ওই টোটোচালকের খোঁজ চলছে বলে মহিলা থানার আইসি ডিকি লামা ভুটিয়া জানিয়েছেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ছাত্রীকে 'ধর্ষণ', প্রেগন্যান্সি কিট হাতে ধরিয়ে বাড়ি পাঠাল অভিযুক্ত।
  • জলপাইগুড়ি সদর ব্লক এলাকার ঘটনায় জলপাইগুড়ি মহিলা থানায় অভিযোগ দায়ের হয়েছে।
  • অভিযুক্তর খোঁজ চলছে বলে জানিয়েছে পুলিশ। 
Advertisement