shono
Advertisement

সিগন্যাল ভেঙে বেপরোয়া গাড়ির ধাক্কা, জাতীয় সড়কে মৃত্যু কর্তব্যরত সাব ইনস্পেক্টরের

চালক-সহ ওই গাড়িটিকে আটক করেছে পুলিশ৷ The post সিগন্যাল ভেঙে বেপরোয়া গাড়ির ধাক্কা, জাতীয় সড়কে মৃত্যু কর্তব্যরত সাব ইনস্পেক্টরের appeared first on Sangbad Pratidin.
Posted: 09:20 AM Aug 25, 2019Updated: 05:36 PM Aug 25, 2019

সুদীপ বন্দ্যোপাধ্যায়, দুর্গাপুর: বেপরোয়া গাড়ির ধাক্কায় কর্তব্যরত অবস্থায় মৃত্যু হল এক সাব ইন্সপেক্টরের৷ শনিবার রাতে দুর্ঘটনাটি ঘটেছে দুর্গাপুরের গোপালমাঠের কাছে ২ নম্বর জাতীয় সড়কে। চালক-সহ ওই গাড়িটিকে আটক করেছে পুলিশ৷

Advertisement

[আরও পড়ুন: মাঝরাতে বাইকে চেপে এসে দুষ্কৃতীদের গুলি, আসানসোলে খুন তৃণমূল কাউন্সিলর]

জাতীয় সড়কে প্রায় বেশিরভাগ দিনই যান নিয়ন্ত্রণের দায়িত্বে থাকতেন ওয়াড়িয়া ফাঁড়ির তপন মাঝি নামে ওই সাব ইনস্পেক্টর৷ শনিবার রাত ন’টা নাগাদও সেখানেই ছিলেন তিনি৷ যান নিয়ন্ত্রণের সময় তিনি দেখেন গোপালমাঠ সংলগ্ন ফ্লাইওভারের কাছে একটি ট্রেলার থেকে বেশ কয়েকটি তারের কয়েল পড়ে গিয়েছে৷ তা তুলতে লরি প্রায় মাঝরাস্তাতেই দাঁড় করিয়ে দেন চালক৷ তাতেই ২ নম্বর জাতীয় সড়কে তৈরি হয় ব্যাপক যানজট৷ বেশ কিছুটা রাস্তা জুড়ে গাড়ির পর গাড়ি দাঁড়িয়ে যায়৷

যানজটের জেরে জাতীয় সড়কে একাধিক গাড়ির যখন লম্বা লাইন, তখন সমস্ত বাধা অতিক্রম করে প্রায় ওই লরিটির কাছাকাছি চলে আসে একটি পিকআপ ভ্যান৷ কোনও বাধা না মেনে গাড়ি নিয়ে ওই রাস্তা দিয়ে চলে যাওয়ার চেষ্টা করে চালক৷ সেই সময়ই সাব ইনস্পেক্টর তপন মাঝিকে বেপরোয়া গতির গাড়ি দিয়ে পিষে দেয় ওই চালক৷ রাস্তায় ছিটকে পড়ে যান তিনি৷ মাথার পিছনে গভীর ক্ষতও তৈরি হয় পুলিশ আধিকারিকের৷ তড়িঘড়ি দুর্ঘটনায় জখম সাব ইনস্পেক্টরকে উদ্ধার করেন তাঁর সহকর্মীরা৷ সিটি সেন্টারের কাছে একটি বেসরকারি হাসপাতালে ভরতি করা হয়৷ ততক্ষণে খবর পেয়ে হাসপাতালে ছুটে আসেন সব থানা ও ফাঁড়ির আধিকারিকরা৷ তবে শেষরক্ষা হল না৷ জবাব দিয়ে দেন চিকিৎসকরা৷ তাঁরা জানান, ততক্ষণে মারা গিয়েছেন সাব ইনস্পেক্টর৷ দুর্ঘটনার জেরে অত্যধিক রক্তক্ষরণে তাঁর মৃত্যু হয়েছে বলেই জানিয়েছেন চিকিৎসকেরা৷

[আরও পড়ুন: লাগাতার যৌন নির্যাতনের শিকার কিশোর, পুলিশের জালে প্রতিবেশী যুবক]

সাব ইনস্পেক্টর তপন মাঝি বার্নপুরের চিত্রা সিনেমাহল সংলগ্ন এলাকার বাসিন্দা৷ স্ত্রী এবং শিশুকন্যাও রয়েছে তাঁর৷ বাড়িতে মৃত্যুসংবাদ পৌঁছতেই উঠেছে কান্নার রোল৷ একে স্বামীর মৃত্যুশোক আবার তার উপর একা একা কীভাবে শিশুকন্যাকে বড় করে তুলবেন, এই ভাবনা আপাতত রাতের ঘুম কেড়েছে নিহতের স্ত্রীর৷
ছবি: উদয়ন গুহ রায়

The post সিগন্যাল ভেঙে বেপরোয়া গাড়ির ধাক্কা, জাতীয় সড়কে মৃত্যু কর্তব্যরত সাব ইনস্পেক্টরের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement