দেবব্রত মণ্ডল, বারুইপুর: মদ খেয়ে বাড়িতে ঢুকেই স্ত্রীর উপর অত্যাচার। প্রতিবাদ করায় ভয়ংকর কাণ্ড ঘটাল গুণধর স্বামী। স্ত্রীর ঠোঁটে কামড়ে রক্তারক্তি কাণ্ড করল সে। হাসপাতালে মহিলা। এখানেই শেষ নয়, শাশুড়ির উপরও অত্যাচারেরও চেষ্টা করে সে। অভিযোগ পেয়েই তদন্ত শুরু করেছে পুলিশ। পলাতক অভিযুক্ত।
জানা গিয়েছে, অভিযুক্তের নাম রাকিব খান। দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী থানার ঢুড়ি ৭ নম্বর এলাকায় শ্বশুরবাড়ি তাঁর। পরিবার সূত্রে খবর, অভিযুক্ত রাকিব খান কয়েকদিন আগে শ্বশুরবাড়িতে যায়। সেখানে যাওয়ার পর থেকেই মদ খাওয়া নিয়ে অন্তঃসত্ত্বা স্ত্রীর সঙ্গে তাঁর বিবাদ লেগেই থাকত। মঙ্গলবারও তার অন্যথা হয়নি। অন্যান্যদিনের মতোই মদ খেয়ে বাড়ি ফেরে রাকিব। শুরু হয় স্ত্রীর সঙ্গে অশান্তি।
[আরও পড়ুন: অস্ত্রোপচারের পর জেলে ফিরেই ফের অসুস্থ কালীঘাটের কাকু, ভরতি SSKM’এ]
ক্রমেই অশান্তি চরমে ওঠে। অভিযোগ, সেই সময়ই রাগের বশে স্ত্রী প্রিয়ার ঠোঁটে কামড় দেয় রাকিব। এতেই ঠোঁট কেটে রক্ত ঝড়তে শুরু করে।তরুণীর চিৎকার শুনে ঘটনাস্থলে যায় তাঁর মা। অভিযোগ, শাশুড়ির উপরও চড়াও হয় অভিযুক্ত। এরপর চম্পট দেয়। তড়িঘড়ি প্রিয়াকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
