নিজস্ব সংবাদদাতা, বনগাঁ: ফাঁকা বাড়িতে ভাইয়ের স্ত্রীকে ধর্ষণের অভিযোগ উঠল ভাসুরের বিরুদ্ধে। সোমবার রাতে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বাগদা থানার কুজারবাগি সর্দারপাড়া এলাকায়। ইতিমধ্যেই অভিযুক্ত বিকাশ সর্দারকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার আদালতে বনগাঁ মহকুমা আদালতে তোলা হবে অভিযুক্তকে।
[আরও পড়ুন:রেশন কার্ড সংশোধনের কাজে দেরি, কিষাণ মান্ডির অস্থায়ী শিবিরে পুলিশ-জনতা খণ্ডযুদ্ধ]
জানা গিয়েছে, উত্তর ২৪ পরগনার বাগদা থানার কুজারবাগি সর্দারপাড়ার বাসিন্দা অভিযুক্ত বিকাশ সর্দার। ভাই, ভাইয়ের স্ত্রীর সঙ্গে একই বাড়িতে থাকত সে। স্থানীয় সূত্রে খবর, সোমবার এলাকায় মনসা পুজোর আয়োজন করা হয়েছিল। সর্দার পরিবার-সহ সেখানেই ছিল গোটা এলাকার বাসিন্দারা। সন্ধের দিকে বাড়ি ফিরে যান অভিযুক্তের ভাইয়ের স্ত্রী। এর কিছুক্ষণ পর মদ্যপ অবস্থায় বাড়ি ফেরে বিকাশ। অভিযোগ, সেই সময় বাড়ি ফাঁকা থাকার সুযোগ কাজে লাগিয়ে ভাইয়ের স্ত্রীর উপর চড়াও হয় অভিযুক্ত বিকাশ। ধর্ষণ করা হয় নির্যাতিতাকে। এরপর পরিবারের লোকেরা অনুষ্ঠান সেরে ফিরতেই নির্যাতিতা গোটা বিষয়টি সকলকে জানান। বিষয়টি প্রকাশ্যে আসতেই নির্যাতিতার স্বামী ও শ্বশুরবাড়ির লোকেরা রাতেই বাগদা থানায় অভিযোগ দায়ের করে। রাতেই গ্রেপ্তার করা হয় অভিযুক্তকে। পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার আদালতে তোলা হবে অভিযুক্তকে।
অভিযোগ, ভাইয়ের বিয়ের পর থেকেই ভাতৃবধূকে উত্যক্ত করা শুরু করেছিল বছর ৩২-এর বিকাশ। বিভিন্ন সময়ে নানাভাবে তাঁকে কুপ্রস্তাব দিত সে। এ বিষয়ে বধূ পরিবারের সদস্যদেরও জানিয়েছিল বলে সূত্রের খবর। যদিও প্রথম থেকেই নিজের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগই ভিত্তিহীন বলে দাবি করেছে ধৃত বিকাশ। অভিযুক্তের কঠোরতম শাস্তির দাবি জানিয়েছে স্থানীয়রা। পুলিশের তরফে জানানো হয়েছে, ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু হয়েছে। তদন্তের স্বার্থে নির্যাতিতার শারীরিক পরীক্ষা করা হবে বলে জানিয়েছেন তদন্তকারী আধিকারিকরা। অভিযুক্ত দৃষ্টান্তমূলক শাস্তি পাবে।
[আরও পড়ুন: পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে তৃণমূল পঞ্চায়েত সদস্যার ছেলেকে গুলি, কারণ নিয়ে জারি ধোঁয়াশা]
The post বাড়ি ফাঁকার থাকার সুযোগে ভাইয়ের স্ত্রীকে ধর্ষণ, গ্রেপ্তার ভাসুর appeared first on Sangbad Pratidin.
