সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জিজ্ঞাসাবাদ চলাকালীন থানার লকআপে যুবককে পিটিয়ে খুনের অভিযোগ। মুর্শিদাবাদের নবগ্রামে ব্যাপক চাঞ্চল্য। থানা ঘেরাও করে তুমুল বিক্ষোভ স্থানীয়দের। পরিস্থিতি সামাল দিতে বাধ্য হয়ে টিয়ার গ্যাসের শেল ফাটায় পুলিশ।
আর্মি ক্যাম্পে চুরির অভিযোগে ওই যুবককে গ্রেপ্তার করে পুলিশ। থানার লকআপে আটকে জেরা করা হচ্ছিল তাকে। অভিযোগ, জিজ্ঞাসাবাদ চলাকালীন থানার লকআপে বেধড়ক মারধর করা হয় তাকে। তার ফলে ওই যুবকের মৃত্যু হয় বলেই দাবি পরিবারের।
[আরও পড়ুন: ফুলশয্যার রাত কাটতে না কাটতেই নববধূর ঝুলন্ত দেহ উদ্ধার, মৃত্যুর কারণ নিয়ে রহস্য]
এদিকে, মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। এলাকাবাসী থানা ঘেরাও করে। থানা লক্ষ্য করে ইট ছুঁড়তে শুরু করে উন্মত্ত জনতা। পরিস্থিতি সামাল দিতে হয়ে বেশ খানিকটা বেগ পেতে হয় পুলিশকে। বাধ্য হয়ে কাঁদানে গ্যাসের শেল ফাটানো হয়। এখনও এলাকায় চাপা উত্তেজনা রয়েছে। পুলিশ জানিয়েছে, ওই যুবকের দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। সেই রিপোর্ট হাতে আসার পর উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।
