সুনীপা চক্রবর্তী, ঝাড়গ্রাম: প্রেমের টানে ঘর ছেড়েছিলেন বধূ। কিন্তু নতুন সংসার পাতা হল না। বধূকে অপহরণের অভিযোগে গ্রেপ্তার হলেন প্রেমিক। স্বামীর ঘরেই ফিরতে হল বধূকে। ঘটনাটিকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে ঝাড়গ্রামের গোপীবল্লভপুরে।
পুলিশ সুত্রে জানা গিয়েছে, ধৃত ওই ব্যক্তির নাম নন্দকিশোর দেহুরী। বাড়ি গোপীবল্লভপুর থানার শাশড়া গ্রামে। সূত্রের খবর, গত ৯ জুন শাশড়া গ্রামের এক বধূ বাড়ি থেকে নিখোঁজ হয়ে যান। চারিদিকে খোঁজ খবর করেও তাঁর হদিশ মেলেনি। পরে ওই গৃহবধূর স্বামী নিখোঁজ ডায়েরি করেন গোপীবল্লভপুর থানায়। অভিযোগ পাওয়ার পর গোপীবল্লভপুর থানার পুলিশ তদন্তে নেমে গোপন সূত্রে খবর পেয়ে গোপীবল্লভপুরের হাতিবাড়ি মোড় এলাকায় তল্লাশি অভিযান চালিয়ে অভিযুক্ত নন্দকিশোর দেহুরীকে গ্রেপ্তার করে। নিখোঁজ হওয়া ওই গৃহবধূকেও উদ্ধার করা হয়।
[আরও পড়ুন: পঞ্চায়েতে দাঁড়াতে গুনতে হচ্ছে নগদ ১ লক্ষ! অভিযোগ তুলে তৃণমূল ত্যাগ প্রধান-উপপ্রধানের]
জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই ধৃতের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল বধূর। প্রথমে বিষয়টা গোপন থাকলেও পরে তা জানাজানি হয়ে যায়। বাড়িতে শুরু হয় অশান্তি। তবে প্রেমিককে ছাড়তে নারাজ ছিলেন বধূ। স্বপ্ন দেখেছিলেন প্রেমিকের সঙ্গে সংসারের। এরপরই সন্তানকে সঙ্গে নিয়ে প্রেমিকের সঙ্গে উধাও হয়ে যান বধূ। তবে শেষরক্ষা হল না।
