shono
Advertisement
Raiganj

বকেয়া টাকা চাওয়ার শাস্তি, রায়গঞ্জ মেডিক্যালে ঢুকে রোগীকে পুড়িয়ে খুনের চেষ্টা!

প্রশ্নের মুখে হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা।
Published By: Tiyasha SarkarPosted: 05:07 PM Dec 27, 2024Updated: 05:07 PM Dec 27, 2024

শংকরকুমার রায়, রায়গঞ্জ: বকেয়া টাকা চাওয়ার জের। মারধরের পর মাঝরাতে রায়গঞ্জ মেডিক্যালে ঢুকে রোগীর গায়ে পেট্রল ঢেলে পুড়িয়ে খুনের চেষ্টার অভিযোগ ২ যুবকের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে প্রবল শোরগোল। প্রশ্নের মুখে হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা। এ বিষয়ে মুখ খোলেনি হাসপাতাল কর্তৃপক্ষ।

Advertisement

জানা গিয়েছে, বৃহস্পতিবার রাত বারোটা নাগাদ রায়গঞ্জ শহরের অদূরে সুভাষগঞ্জের দাসপাড়া এলাকায় একটি চায়ের দোকানের সামনে দাঁড়িয়ে ছিলেন কাঠের মিস্ত্রি সুরজিৎ দাস। হঠাৎ রামপ্রসাদ দাস এবং প্রকাশ দাস নামে দুই গাড়ি চালক ওই দোকানের সামনে পৌঁছন। রামপ্রসাদের কাছে বকেয়া টাকা চান সুরজিৎ। এতেই বিপত্তি। আচমকা সুরজিতকে মারধর শুরু করেন ওই দুই যুবক। আচমকা ইট ছুঁড়ে মারে। রক্তাক্ত অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়েন সুরজিৎ। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে রায়গঞ্জ মেডিক্যাল হাসপাতালে ভর্তি করা হয়। অভিযোগ, স্ক্যান করে ফেরার সময় হাসপাতালের মধ্যেই সুরজিৎকে গায়ে পেট্রল ঢেকে আগুন ধরিয়ে প্রাণে মারার চেষ্টা করে অভিযুক্তরা। 

মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ক্যাম্পাসেই পুলিশ ফাঁড়ি। প্রতিটি ওয়ার্ডে নিরাপত্তারক্ষী মোতায়েন রয়েছে। তা সত্ত্বেও বোতলে পেট্রল নিয়ে হাসপাতালের ক্যাম্পাসে দুষ্কৃতীরা কীভাবে প্রবেশ করল? তা নিয়েই প্রশ্ন উঠতে শুরু করেছে। এবিষয়ে হাসপাতালে কলেজের সহকারী অধ্যক্ষ প্রিয়ঙ্কর রায় বলেন, "রাতের ঘটনা খোঁজ নিয়ে খতিয়ে দেখা হবে।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বকেয়া টাকা চাওয়ার জের। মাঝরাতে রায়গঞ্জ মেডিক্যালে ঢুকে রোগীর গায়ে পেট্রল ঢেলে পুড়িয়ে খুনের চেষ্টা ২ যুবকের।
  • ঘটনাকে কেন্দ্র করে প্রবল শোরগোল। প্রশ্নের মুখে নিরাপত্তা ব্যবস্থা। এ বিষয়ে মুখ খোলেনি হাসপাতাল কর্তৃপক্ষ।
Advertisement