shono
Advertisement
Abhishek Banerjee

জনতার জন্য ‘সেবাশ্রয়’ কর্মসূচি অভিষেকের, ৭৫ দিন ধরে ডায়মন্ড হারবারে চলবে ২৮০০ স্বাস্থ্যশিবির

স্বাস্থ্য পরিষেবার উন্নতিতে শনিবার আমতলায় 'ডক্টরস কনভেনশন' অনুষ্ঠান থেকে একগুচ্ছ ঘোষণা করলেন সাংসদ।
Published By: Sucheta SenguptaPosted: 06:06 PM Nov 30, 2024Updated: 07:03 PM Nov 30, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: 'ডায়মন্ড হারবার মডেল' কে আরও একধাপ এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে ফের নয়া কর্মসূচির সূচনা করলেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।  জনতার স্বাস্থ্য পরিষেবায় তাঁর সংযোজন, 'সেবাশ্রয়' কর্মসূচি। যার আওতায় আগামী ৭৫ দিন ধরে ডায়মন্ড হারবারের ৭ বিধানসভা এলাকায় চলবে ২৮০০ স্বাস্থ্যশিবির। শনিবার আমতলায় 'ডক্টরস কনভেনশন' অনুষ্ঠানে নতুন কর্মসূচিকে 'কর্মযজ্ঞ' বলে উল্লেখ করলেন। জানালেন, টিম ওয়ার্কে বিশ্বাসী তিনি। সবাই মিলেই কাজ করলে সাফল্য বাঁধা।

Advertisement

আমতলা স্টেডিয়ামে অভিষেকের ডাকে 'ডক্টরস কনভেনশন'।

আগেই ঘোষণা করেছিলেন, ৩০ নভেম্বর তিনি চিকিৎসক সমাবেশের আয়োজন করছেন এবং সেখান থেকে সংসদীয় এলাকার মানুষজনের জন্য সহজে চিকিৎসার ব্যবস্থা হবে। সেইমতো এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডাকে সাড়া দিয়ে সমাবেশে যোগ দেন প্রায় ১৩০০ চিকিৎসক। বিভিন্ন জেলা থেকে তাঁরা এসেছিলেন। আমতলা স্টেডিয়ামে অভিষেক তাঁদের সামনে রেখে রোগী ও চিকিৎসকদের মধ্যে সেতুবন্ধনে প্রয়াসী হন। 

জনগণের জন্য স্বাস্থ্য পরিষেবার কথা বলতে গিয়ে অভিষেক ফের 'ডায়মন্ড হারবার মডেল' প্রসঙ্গ তুললেন। বুঝিয়ে দিলেন, অনেকে এই মডেল নিয়ে কটাক্ষ করলেও কেন কোভিড কালে তা সত্যিই আদর্শ হয়ে উঠেছিল। তাঁর কথায়, এমন কাজ হয়েছিল করোনার সময় যে এটা দেখে শিক্ষা পেয়েছে গোটা দেশ। সেই কাজই আরও এগিয়ে নিয়ে যেতে চালু হচ্ছে সেবাশ্রয় কর্মসূচি। আগামী ৭৫ দিন ধরে চলবে স্বাস্থ্যশিবির। সেখানে বিনামূল্যে চিকিৎসা করানোর পাশাপাশি একাধিক পরীক্ষাও করাতে পারবেন এলাকাবাসী। ১০০০ চিকিৎসক, ১৫০০ স্বেচ্ছাসেবক এর দায়িত্ব নিয়েছেন। প্রত্যেক বিধানসভায় এলাকায় অন্তত ৪০ টি ক্যাম্প হবে। ১২ টি হাসপাতাল এই কর্মযজ্ঞে অংশ নিতে আগ্রহী। অভিষেকের কথায়, ''আমি চাইলেই যে এই ব্যবস্থা হয়ে যেত তা নয়। সবাই মিলে এই কর্মসূচি আয়োজন করেছেন। আমি টিম ওয়ার্কে বিশ্বাস করি।''

তাঁর কথায়, ''রোগী আর চিকিৎসকদের সম্পর্কের বন্ধন থাকা দরকার। অনেক সময় শুনতে পাই, চিকিৎসকরা অভিযোগ করেন যে রোগীর পরিবার তাঁদের সঙ্গে দুর্ব্যবহার করেন। আমি বলছি, আমাদের মতো জনপ্রতিনিধিদের সঙ্গেও অনেক সময় খারাপ ব্যবহার করা হয়। কিন্তু তা সত্ত্বেও বলব, আপনারা তাঁদের কাছে যান, বোঝান। কথা বলুন। আপনাদের কোথাও কোনও অসুবিধা হলে আমি দেখব সেটা। আমি ইতিমধ্যে একটা হেল্পলাইন নম্বর চালু করতে বলেছি। হোয়াটসঅ্যাপ গ্রুপও খুলতে বলেছি। ১০ জনের একটা কোর টিম গড়ে দিয়েছি। সমস্যায় পড়লে আপনারা যোগাযোগ করুন, সাহায্য পাবেনই।''

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ডায়মন্ড হারবারে স্বাস্থ্য পরিষেবায় নতুন কর্মসূচি অভিষেকের।
  • 'সেবাশ্রয়' কর্মসূচির মধ্যে দিয়ে এলাকায় প্রায় ২৮০০ স্বাস্থ্য শিবির চলবে ৭৫ দিন ধরে।
  • শনিবার আমতলা থেকে খুঁটিনাি
Advertisement