সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নাবালিকা নাতনিকে ধর্ষণের অভিযোগ প্রতিবেশী দাদুর বিরুদ্ধে। বাড়িতে একা থাকার সুযোগ নিয়ে অভিযুক্ত দাদু, নাবালিকার উপর শারীরিক নির্যাতন চালিয়েছে বলে অভিযোগ। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জ থানা এলাকায়। পুলিশ অভিযুক্ত দাদুকে গ্রেপ্তার করেছে।
পুলিশ ও পরিবার সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার নাবালিকা বাড়িতে একা ছিল। সেই সময় বাড়িতে যায় অভিযুক্ত দাদু। নির্যাতিতা বাবা-মা নেই বলে জানালেও অভিযুক্ত জোর করে ঘরে ঢোকে। তারপর নাবালিকাকে ধর্ষণ করে বলে অভিযোগ। এই ঘটনার পর নাবালিকার বাবা-মা বাড়ি ফিরে এলে সে বিষয়টি পরিবারের সদস্যদের জানায়। তা জানা মাত্রই হিঙ্গলগঞ্জ থানায় অভিযোগ জানায় নাবালিকার পরিবার।
লিখিত অভিযোগ পাওয়ার পরই অভিযুক্ত প্রতিবেশী দাদুকে গ্রেপ্তার করেছে পুলিশ। নাবালিকার শারীরিক পরীক্ষা ও প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। গোটা ঘটনার তদন্ত চলছে। এবং সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে। ধৃতকে আদালতে পেশ করা হয়েছে। নাবালিকার পরিবারের পক্ষ থেকে অভিযুক্তের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতর শাস্তির দাবি জানানো হয়েছে।
