shono
Advertisement
Abhishek Banerjee

নন্দীগ্রামে নয়া কৌশল! 'সেবাশ্রয়' উদ্বোধন করবেন না অভিষেক, শুভেন্দুর আসনে কোন চাল 'সেনাপতি'র?

Published By: Subhankar PatraPosted: 07:28 PM Jan 13, 2026Updated: 09:04 PM Jan 13, 2026

নন্দীগ্রাম থেকে শুভেন্দু অধিকারীকে উৎখাত করতে নয়া কৌশল সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের! ১৫ জানুয়ারি নন্দীগ্রামের দু'টি ব্লকে সেবাশ্রয় শিবিরে হাজির থাকলেও একটি ক্যাম্পেরও উদ্বোধন করবেন না তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। জমি আন্দোলনে শহিদ পরিবারের সদস্যদের হাতে স্বাস্থ্য শিবিরের উদ্বোধন করা হবে বলেই খবর।

Advertisement

কিন্তু কেন এই সিদ্ধান্ত? নন্দীগ্রামে জমি আন্দোলনের সময় ১৯ জন প্রাণ হারান। শুভেন্দু অধিকারী তৃণমূলে থাকার সময় তিনিই যোগাযোগ রাখতেন তাঁদের পরিবারের সদস্যদের সঙ্গে। বিজেপিতে যাওয়ার পরও সেই যোগাযোগ এখনও কোথাও রয়ে গিয়েছে বলে দাবি  করেন অনেকে। রাজনৈতিক মহলের দাবি, তৃণমূল নন্দীগ্রাম থেকে শুভেন্দুকে হারাতে মরিয়া। শহিদদের পরিবারের সদস্যের হাতে ডায়মন্ড হারবার মডেলের সেবাশ্রয় ক্যাম্প উদ্বোধন করিয়ে বার্তা দিতে চাইছে তৃণমূল। শুধু এলাকার ভোটারদেরই নয়, স্থানীয় নেতৃত্বকেও বার্তা দিচ্ছে তৃণমূল নেতৃত্ব। ইতিমধ্যেই নন্দীগ্রামের দু'টি ব্লকে অভিষেকের প্রতিনিধি কাজ করছেন। তারা সবকিছু গুছিয়ে এনেছেন বলেই খবর।

৫ জানুয়ারি নন্দীগ্রামের দু'টি ব্লকে সেবাশ্রয় শিবিরে হাজির থাকলেও ক্যাম্পে একটিরও উদ্বোধন করবেন না তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

উল্লেখ্য, নন্দীগ্রাম থেকে 'এক ডাকে অভিষেক' কর্মসূচির ফোন নম্বরে প্রচুর মানুষ সেবাশ্রয় ক্যাম্প করার জন্য আবেদন জানান। সেই ডাকেই সাড়া দিয়ে অভিষেক সিদ্ধান্ত নেন নন্দীগ্রামের দু'টি ব্লকে মডেল ক্যাম্প করা হবে। ১৫ জানুয়ারি কাঁথিতে অভিষেকের জনসভা হওয়ার কথা। আর সেই কারণে ওই সময়েই এখানে মেডিক্যাল ক্যাম্প করার পরিকল্পনা। কিন্তু সেই শিবির উদ্বোধনে অন্য কৌশল নিল তৃণমূল।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement