রাজা দাস, বালুরঘাট: ভোররাতে নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ঢুকে পড়ল লরি। ঘটনায় মৃত্যু হয়েছে ৫ জনের। আহত হয়েছেন আরও ১ জন। সোমবার ভোরে দুর্ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরের চৌমাথা এলাকায়। পুলিশ সূত্রে খবর, আহতরা স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার পর থেকেই পলাতক ঘাতক লরির চালক। ইতিমধ্যেই অভিযুক্ত চালকের খোঁজে তদন্ত শুরু করেছে পুলিশ।
[আরও পড়ুন:‘দিদিকে বলো’র প্রচারে গিয়ে রাত না কাটিয়েই ফিরলেন ইন্দ্রনীল, অস্বস্তিতে দল]
জানা গিয়েছে, সোমবার ভোর সাড়ে তিনটে নাগাদ দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরের চৌমাথা এলাকা থেকে বুনিয়াদপুরের দিকে যাচ্ছিল একটি লরি। সেই সময় আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে চৌমাথা এলাকায় একটি চায়ের দোকানে ঢুকে পড়ে লরিটি। ঘটনার সময় দোকানের ভিতরে ছিলেন ২ জন। রাস্তার উপর ছিলেন কর্তব্যরত তিন সিভিক ভলান্টিয়র। লরির ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হয় ৫ জনের। আহত হন আরও ১ জন। খবর পেয়েই ঘটনাস্থলে গিয়ে দেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায় গঙ্গারামপুর থানার পুলিশ। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করছেন তদন্তকারীরা। শেষ পাওয়া খবর অনুযায়ী, আহত ব্যক্তি মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
জানা গিয়েছে, দুর্ঘটনার পর থেকেই পলাতক ট্রাকটির চালক। খোঁজ মেলেনি খালাসিরও। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ভোররাতে বেপরোয়া গতিতেই ছুটছিল ট্রাকটি। গতি নিয়ন্ত্রণ করতে না পারার ফলেই এই দুর্ঘটনা। তবে চালক ঘুমিয়ে পড়ার ফলে এই ঘটনা বলে দাবি স্থানীয়দের। পুলিশের তরফে জানানো হয়েছে, আহতদের যথাযথ চিকিৎসা চলছে। সেই সঙ্গে ঘাতক ট্রাকটির চালকের খোঁজে তল্লাশি চলছে। দুর্ঘটনা এড়াতে রাজ্য সরকারের তরফে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে। কিন্তু তা সত্বেও কিছুতেই হুঁশ ফিরছে না মানুষের। একের পর এক ঘটেই চলেছে দুর্ঘটনা।
[আরও পড়ুন বিজেপির ডাকা বনধে মিশ্র প্রভাব বারাকপুরে, শিল্পাঞ্চল সচল রাখতে পালটা পথে তৃণমূল]
The post নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ঢুকে পড়ল লরি, সিভিক ভলান্টিয়র-সহ মৃত ৫ appeared first on Sangbad Pratidin.
