shono
Advertisement

এবার ভেজাল হলুদ কারখানার হদিশ ফরাক্কায়, গ্রেপ্তার এক

রাজ্যের বিভিন্ন প্রান্তে রপ্তানি করা হত 'ভেজাল' হলুদ। The post এবার ভেজাল হলুদ কারখানার হদিশ ফরাক্কায়, গ্রেপ্তার এক appeared first on Sangbad Pratidin.
Posted: 10:54 AM Dec 01, 2018Updated: 10:55 AM Dec 01, 2018

কল্যাণ চন্দ্র, বহরমপুর: ভেজাল ছানা, ভাগাড়ের মাংসের রেশ কাটতে না কাটতেই এবার হদিশ মিলল ভেজাল হলুদের কারখানার৷ শনিবার সকালে এই কারখানার খোঁজ পাওয়ার পরই উত্তেজনা ছড়ায় মুর্শিদাবাদের ফরাক্কায়৷ কারখানা মালিককে গ্রেপ্তার করেছে পুলিশ৷ উদ্ধার করা হয়েছে ট্রাকবোঝাই হলুদ গুঁড়ো৷

Advertisement

[শান্তিপুর বিষমদ কাণ্ডেও হুঁশ ফেরেনি, ঘাটালে রমরমিয়ে চলছে চোলাই কারবার]

ফরাক্কার অর্জুনপুর গ্রাম পঞ্চায়েতের ভবানীপুরে বাসিন্দারা জানতেন ওই এলাকায় হলুদ গুঁড়ো তৈরির কারখানা রয়েছে৷ মধ্যবিত্তের সংসারের খরচের বোঝা কিছুটা কমাতে ওই কারখানা থেকে সস্তায় হলুদ গুঁড়ো কিনতেন স্থানীয়রা৷ এছাড়া ওই কারখানা থেকে হলুদ রাজ্যের বিভিন্ন প্রান্তে রপ্তানিও করা হত৷ গোপন সূত্রে পুলিশ খবর পায় ওই এলাকার কারখানায় আসলে ভেজাল হলুদ গুঁড়ো তৈরি হয়৷ সেই খবরের ভিত্তিতেই শনিবার সকালে ওই কারখানায় হানা দেয় ফরাক্কা থানার বিশাল পুলিশবাহিনী৷ তদন্তকারীরা ঘটনাস্থলে পৌঁছে গোটা কারখানা সরেজমিনে খতিয়ে দেখেন৷ উদ্ধার করেন এক ট্রাকবোঝাই ভেজাল হলুদ গুঁড়ো৷ এছাড়াও ওই কারখানা থেকে চালের ভুসি, তুষ, লঙ্কার গুঁড়ো, তেজপাতা গুঁড়ো বাজেয়াপ্ত করে পুলিশ৷ উদ্ধার করা হয় প্রচুর পরিমাণ বাসন্তী রং৷ আর এই রং উদ্ধারের পরই পুলিশ নিশ্চিত হয় গোপন সূত্রে পাওয়া খবর মিথ্যা নয়৷ গ্রেপ্তার করা হয় কারখানার মালিক মৃত্যুঞ্জয় দাসকে৷

[সোদপুর স্টেশনে মাওবাদী পোস্টার, এলাকায় তীব্র চাঞ্চল্য]

পুলিশসূত্রে খবর, অভিযুক্ত মৃত্যুঞ্জয় দাস ফরাক্কার শিবনগরের বাসিন্দা৷ প্রথমে ভেজাল হলুদ তৈরির কথা অস্বীকার করে কারখানা মালিক৷ একটানা পুলিশি জেরায় ভেঙে পড়ে মৃত্যুঞ্জয়৷ তদন্তকারীকে সে জানায়, এক কুইন্ট্যাল হলুদে মাত্র ২০ কেজি হলুদ দেওয়া হত৷ বাকি চালের ভুসি, তুষ, লঙ্কা গুঁড়ো, তেজপাতা গুঁড়ো এবং বাসন্তী রং মিশিয়েই তৈরি করা হত ভেজাল হলুদ গুঁড়ো৷ প্যাকেটজাত করে ওই ভেজাল হলুদ গুঁড়ো বিক্রি করা হত গ্রামে৷ রপ্তানিও করা হত রাজ্যের বিভিন্ন প্রান্তে৷ ধৃত মৃত্যুঞ্জয় দাসের বিরুদ্ধে খাদ্যে বিষ মেশানো-সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে৷

[বিষমদ কাণ্ডের পর শান্তিপুরে পার্থ, মৃতদের পরিবারের পাশে রাজ্য]

কয়েকমাস আগে ভাগাড়ের মাংস কাণ্ডে শোরগোল পড়ে গিয়েছিল গোটা রাজ্যে৷ এরপরই শিরোনামে আসে ভেজাল ছানার ঘটনা৷ একের পর এক অভিযোগের মাঝেই ভেজাল হলুদ কারখানার খোঁজ পাওয়ার ঘটনায় উদ্বিগ্ন রাজ্যবাসী৷ কী খাবেন আর কী খাবেন না, এটিই এখন লাখ টাকার প্রশ্ন৷

The post এবার ভেজাল হলুদ কারখানার হদিশ ফরাক্কায়, গ্রেপ্তার এক appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement