shono
Advertisement

অন্ডাল বিমানবন্দরে দীর্ঘ ২ ঘণ্টার বৈঠকে সেরে দিল্লি ফিরছেন অমিত শাহ

বৈঠকে সফর নিয়ে আলোচনা হয়েছে বলে জানালেন দিলীপ ঘোষ।
Posted: 10:22 AM Dec 20, 2020Updated: 03:04 PM Dec 21, 2020

আগামী বছর বিধানসভা নির্বাচন (Assembly Election 2021)। বাংলা দখলে মরিয়া বিজেপি। আর তাকে পাখির চোখ করেই বঙ্গ সফরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)।  সফরের দ্বিতীয় দিনের সমস্ত কর্মসূচি জানতে নজর রাখুন লাইভ আপডেটে।

Advertisement

রাত ৯.৩৫: বিমানবন্দরের মধ্যে কৈলাস বিজয়বর্গীয়, দিলীপ ঘোষ ও স্বপন দাশগুপ্তের সঙ্গে বৈঠক করছেন অমিত শাহ। বৈঠকে সফর নিয়ে আলোচনার পাশাপাশি নানা বিষয়ে গল্প হয়েছে বলেও জানালেন দিলীপ ঘোষ।

রাত ৮.৩৫: শেষ দু’দিনের বঙ্গ সফর। দিল্লির বিমান ধরতে অন্ডাল বিমানবন্দরে পৌঁছলেন অমিত শাহ।

সন্ধ্যা ৬.৩০: তৃণমূলে এখন মা-মাটি-মানুষ নেই। ওটা এখন পারিবারিক দলে পরিণত হয়েছে।

বিকেল ৫.৫১: প্রধানমন্ত্রী কিষান প্রকল্প নিয়ে ফের রাজ্য সরকারকে আক্রমণ।

বিকেল ৫.৪০: বোলপুরে সাংবাদিক সম্মেলনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বাংলায় দুর্নীতির অভিযোগ। ক্যাগ অডিটের দাবি তুললেন তিনি। শাহের দাবি, বিশাল রোড শোয়ে ওঁদের চোখ খুলে গিয়েছে। 

দুপুর ৩.৫৮: “এরকম রোড শো জীবনে দেখিনি। এটা ঐতিহাসিক।” ডাকবাংলো মোড় থেকে চৌরাস্তা পর্যন্ত রোড শো’তে ভিড় প্রসঙ্গে বার্তা অমিত শাহের। মেদিনীপুরের পর বীরভূমে অনুব্রতর গড়ে ফের পরিবর্তনের বার্তা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। বিধানসভা নির্বাচনে ক্ষমতায় আসলে সোনার বাংলা গড়ার ডাক শাহের। 

দুপুর ৩.৩৮: বঙ্গধ্বনি যাত্রা শুরু করলেন বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল।
দুপুর ৩.০৫: হনুমান মন্দিরে পুজো দিয়ে রোড শো শুরু কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর।

দুপুর ২.৫১: মধ্যাহ্নভোজ সেরে রোড শো’র জন্য বোলপুর রওনা অমিত শাহ। 
দুপুর ২.২৭: বাসুদেব বাউলের বাড়িতে মধ্যাহ্নভোজ সারলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

দুপুর ২.১৭: বাসুদেব বাউলের গান শুনলেন অমিত শাহ।

দুপুর ২.১৩: মধ্যাহ্নভোজ সারতে বাসুদেব বাউলের বাড়িতে পৌঁছলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। বাউলের বাড়ির শিবমন্দিরে পুজো দিলেন তিনি।
দুপুর ২.০৮: শ্যামবাটির রতনপল্লিতে বাসুদেব বাউলের পথে রওনা অমিত শাহ।
দুপুর ২.০১: অমিত শাহ আসার প্রতিবাদে শান্তিনিকেতনে বিক্ষোভ বামপন্থী সংগঠনের।
দুপুর ২.০১: “আমি এসে রবীন্দ্রনাথ ঠাকুরকে সম্মান জানালাম। আজ খুব সৌভাগ্যের দিন। জগতকে বাংলার সঙ্গে যুক্ত করতে শান্তিনিকেতন তৈরি করা হয়েছিল। শতবর্ষ উদযাপিত হতে চলেছে বিশ্বভারতীর। তাই এটাই সময় বাংলার শিক্ষা, সংস্কৃতি সঙ্গে সকলের পরিচয় ঘটানোর”, মন্তব্য অমিত শাহর। 
দুপুর ২: বাংলাদেশ ভবন থেকে বেরলেন অমিত শাহ।
দুপুর ১.৫১: অমিত শাহর সফরের মাঝে দুবরাজপুরে বিজেপি কর্মীদের উপর হামলা। তৃণমূলের পতাকা লাগানো বাইক বাহিনী হামলা চালিয়েছে বলে অভিযোগ।
দুপুর ১.০৮: উপাচার্য বিদ্যুৎ আচার্যের সঙ্গে বৈঠক অমিত শাহর। 
দুপুর ১.০৭: বাংলাদেশ ভবনে পৌঁছলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।
দুপুর ১: বাংলাদেশ ভবনের পথে রওনা অমিত শাহ।
বেলা ১২.৫২: সংগীত ভবনের অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের সঙ্গে কথা বলছেন অমিত শাহ।
বেলা ১২.৩৪: অমিত শাহের সামনে ৫টি গান পরিবেশন করেন ছাত্রছাত্রীরা।

বেলা ১২.২৮: সংগীত ভবনের অনুষ্ঠানে যোগ দিলেন অমিত শাহ। 

বেলা ১২.১১: উপাসনা গৃহ ঘুরে দেখছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।
বেলা ১২: রতনপল্লিতে বাউল বাসুদেব দাসের বাড়িতে মধ্যাহ্নভোজ সারবেন অমিত শাহ।  মেনুতে থাকছে ভাত, মুগের ডাল, আলু ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, আলু ভাজা, আলু পোস্ত, পালং শাকের তরকারি। মেনুতে থাকবে স্যালাড, টোম্যাটোর চাটনি, পায়েস, টক দই। এছাড়াও থাকছে নলেন গুড়ের রসগোল্লাও। জোরকদমে চলছে রান্নাবান্না।
বেলা ১১.৫৪: রবীন্দ্র ভবনে পৌঁছলেন অমিত শাহ। রবীন্দ্রনাথ ঠাকুরকে করলেন পুষ্পার্ঘ অর্পণ।

বেলা ১১.৪৭: বিশ্বভারতীর উদ্দেশে রওনা দিল অমিত শাহের কনভয়।

বেলা ১১.৩৮: শান্তিনিকেতনের ফুটবল গ্রাউন্ডের হেলিপ্যাডে পৌঁছল অমিত শাহের হেলিকপ্টার। তাঁকে স্বাগত জানান বিজেপি নেতামন্ত্রীরা।

বেলা ১১.১১: কলকাতা বিমানবন্দর থেকে বীরভূমের উদ্দেশে রওনা দিলেন অমিত শাহ।
সকাল ১০.৩০: কলকাতা বিমানবন্দরের উদ্দেশে রওনা দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।
সকাল ১০.২৯:
নিউটাউনের হোটেল থেকে বেরলেন অমিত শাহ।

সকাল ৯.২৭: বিধানসভা নির্বাচনের আগে এবার থেকে প্রায় প্রতি মাসেই বাংলায় আসবেন অমিত শাহ, দাবি বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের।
সকাল ৯: অমিত শাহের সফরের আগে বীরভূমে স্বচ্ছ ভারত অভিযান বিজেপির।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup অলিম্পিক`২৪ toolbarvideo শোনো toolbarshorts রোববার