shono
Advertisement
Mahua Moitra

'আপনার বিরুদ্ধে FIR করব', বিতর্কিত ভাইরাল ভিডিওর প্রশ্নে সাংবাদিককেই ধমক মহুয়ার

ভোট প্রচারে বেরিয়ে সাংবাদিকের প্রশ্নের উত্তরে যে মন্তব্য করেন মহুয়া, তা নিয়ে বিতর্ক তুঙ্গে ওঠে।
Posted: 09:22 PM Apr 19, 2024Updated: 01:52 PM Apr 20, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিতর্ক পিছু ছাড়ছে না কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্রর (Mahua Moitra)। বৃহস্পতিবার ভোট প্রচারে বেরিয়ে কৃষ্ণনগরের তৃণমূলের সাংগঠনিক জেলার সভানেত্রীকে প্রশ্ন করেছিলেন এক সাংবাদিক। যার জবাব ঘিরে তুমুল বিতর্ক তৈরি হয়। শুক্রবার ফের সেই প্রসঙ্গ উঠতে উলটে সাংবাদিককেই একহাত নেন মহুয়া। সাংবাদিকের বিরুদ্ধে এফআইআর করার হুমকিও দেন তিনি। 

Advertisement

গত বৃহস্পতিবার জনৈক সাংবাদিক মহুয়াকে প্রশ্ন করেন, 'সারাদিন রোদে প্রচার করছেন, আপনার শক্তির উৎস কী?' মহুয়া হেসে যে জবাব দেন, তাতেই বির্তক মাথাচাড়া দেয়। তাঁর সেই মন্তব্যে যৌনগন্ধী ইঙ্গিত ছিল। আর সেই ভিডিওই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায়। প্রবল কটাক্ষের মুখে পড়েন তিনি।

[আরও পড়ুন: আইপিএলের মাঝে শহরে ফের বেটিং চক্রের হদিশ, গ্রেপ্তার ৩]

শুক্রবার ভোট প্রচার চলাকালে এ ব্যাপারে ফের প্রশ্ন করা হলে মহুয়া তীব্র প্রতিক্রিয়া জানিয়ে উত্তেজিত হয়ে ওঠেন। বলেন, "এটার বিরুদ্ধে আমরা এফআইআর করছি। আপনার লজ্জা, সভ্যতা বলে কিছু নেই। এই রকম প্রশ্ন করেন।" বিজেপি ইতিমধ্যেই মহুয়ার আগের মন্তব্যকে হাতিয়ার করে আসরে নেমে পড়েছে। স্থানীয় বিজেপি (BJP) নেতা সন্দীপ মজুমদার বহিষ্কৃত সাংসদকে কটাক্ষ করে মন্তব্য করেন, "উনি ভারতীয় সংস্কৃতি জানেন না। তিনি বিদেশে পড়াশোনা করেছেন। আগেও মা কালীর বিষয়ে খারাপ মন্তব্য করেছিলেন তিনি।" এমনকী ওই বিজেপি নেতা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রসঙ্গ তুলে এনে বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায় যে পথের পথিক, সে পথেই সবাই চলবে। এটাই তৃণমূলের সংস্কৃতি।"

[আরও পড়ুন: ডিভোর্সের পর প্রেমের প্রস্তাবের গল্প শোনালেন TMC প্রার্থী সুজাতা, ফের কবে বিয়ের পিঁড়িতে?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement