শেখর চন্দ, আসানসোল: মনোনয়ন পেশের সময় প্রার্থীর সন্তানকে আগলে রাখলেন মায়ের মতো যত্নে। দেখা করলেন এক তৃণমূল নেতার সঙ্গে, যাঁর সঙ্গে এর আগে এর আগে যতবার দেখা হয়েছে ততবারই বিবাদ হয়েছে। তবে এদিন অন্যরূপে ধরা দিলেন অগ্নিমিত্রা পল।
সমস্ত ভয় কাটিয়ে এবার বিজেপির হয়ে প্রার্থী হয়েছেন বিকাশ ঢাং ও তার স্ত্রী চন্দ্রমুখী ঢাং। প্রস্তাবক বিকাশের মা কাঞ্চন ঢাং। মনোনয়ন জমা দিতে গিয়েছিলেন সাত মাসের কন্যাসন্তানকে কোলে নিয়ে। কিন্তু মনোনয়ন পত্র জমা দেবার সময় ঐ শিশুকন্যাকে রাখবে কে? মাতৃরূপে এগিয়ে গেলেন অগ্নিমিত্রা পল। প্রায় ঘণ্টাখানেক নিজের কোলে আঁকড়ে রাখলেন তিনি। এরপরই বিকাশ জানান, বিজেপি যখন করতে এসেছি তখন ভয় কীসের? কাউকে না কাউকে এগিয়ে আসতেই হত। সবাই যদি ভয়ে পিছিয়ে থাকে তাহলে ওরা (তৃণমূল) একতরফা রাজত্ব করে যাবে।”
[আরও পড়ুন: মনোনয়ন জমা দিয়ে ফেরার পথে ডাম্পারের চাকায় পিষ্ট CPM প্রার্থী, নিছক দুর্ঘটনা নাকি খুন?]
মনোনয়ন দিতে এসেছেন বিজেপির প্রার্থীরা। রয়েছেন অগ্নিমিত্রা পল। এদিকে বিকেল চারটা নাগাদ নিজের অফিসে গিয়ে বসেন রানিগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি বিনোদ নুনিয়া। টানটান উত্তেজনা। সতর্ক পুলিশও। কারণ, এর আগে যতবার এই দুজনে মুখোমুখি হয়েছেন ততবারই ব্যাপক অশান্তি হয়েছে। কিন্তু মঙ্গলবার যেন সবকিছুই বদলে গেল। অগ্নিমিত্রা সৌজন্য সাক্ষাৎ করলেন বিনোদের সঙ্গে। বিনোদ টিকিট পেয়েছেন কিনা তা জানতে চেয়ে সৌজন্য বিনিময় করেন দু’জনে। এরপরই নিজের প্রার্থীদের নিয়ে বেরিয়ে যান অগ্নিমিত্রা পাল। বেরিয়ে আক্রমণ করেন শাসকদলকে। ওয়ানডে খেলবে না তো তৃণমূল? দিনের শেষে এই প্রশ্নটাই ভাবাচ্ছে বিরোধীদের।
