shono
Advertisement

গঙ্গাসাগরে হৃদরোগে আক্রান্ত রাজস্থানের পুণ্যার্থী, এয়ার অ্যাম্বুল্যান্সে ফেরানো হল কলকাতায়

দাঁড়িয়ে পুরো বিষয়টি তদারকি করলেন খোদ পরিবহণ মন্ত্রী।
Posted: 12:39 PM Jan 13, 2024Updated: 12:41 PM Jan 13, 2024

নব্যেন্দু হাজরা: শুক্রবারের পর শনিবার। গঙ্গাসাগর মেলায় অসুস্থ ভিনরাজ্যের পুণ্যার্থীকে এয়ার অ্যাম্বুল্যান্সে চাপিয়ে আনা হল কলকাতায়। ভর্তি করা হয়েছে এসএসকেএম হাসপাতালে। পুরো বিষয়টি তদারকি করেছেন খোদ পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। জানা গিয়েছে, হৃদরোগে আক্রান্ত হয়ে শুক্রবারই মেলা প্রাঙ্গনের হাসপাতালে ভর্তি হয়েছিলেন। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে কলকাতায় রেফার করেন চিকিৎসকরা।

Advertisement

রাজস্থানের বাসিন্দা ৬০ বছর বয়সি সগুনা এসেছিলেন গঙ্গাসাগর মেলায়। শুক্রবার দুপুরে আচমকাই অসুস্থ হয়ে পড়েন তিনি। এর পর মেলা প্রাঙ্গনের হাসপাতেল ভর্তি করা হয়। পরে তাঁকে কলকাতায় রেফার করেন চিকিৎসকরা। শনিবার সকালে তাঁকে এয়ার অ্যাম্বুল্যান্স তথা হেলিকপ্টারে চাপিয়ে কলকাতায় আনা হয়। ভর্তি করা হচ্ছে এসএসকেএম হাসপাতালে।

 

 

[আরও পড়ুন: বাজপেয়ীর বায়োপিক কি লোকসভা ভোটপ্রচারে বিজেপির অস্ত্র? মুখ খুললেন পঙ্কজ ত্রিপাঠী]

 

এ প্রসঙ্গে পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী জানিয়েছেন, মেলায় এসে কেউ অসুস্থ হয়ে পড়লে তাঁদের চিকিৎসার জন্য মেলা প্রাঙ্গনে প্রাথমিক হাসপাতাল তৈরি করেছে রাজ্য সরকার। তবে পরিস্থিতি জটিল হলে, তড়িঘড়ি কলকাতায় স্থানান্তরিত করার জন্য রয়েছে এয়ার অ্যাম্বুল্যান্স, হেলিকপ্টারের ব্যবস্থা রাখা রয়েছে। রাজস্থানের মহিলা পুণ্যার্থীর উন্নত চিকিৎসার দরকার। তাই এদিনে তাঁকে কলকাতা পাঠানো হয়।

তীর্থযাত্রীদের স্বাস্থ্য এবং সুরক্ষার কথা মাথায় রেখে গত কয়েক বছর ধরেই গঙ্গাসাগরে এয়ার অ্যাম্বুল্যান্স পরিষেবা রাখে রাজ্য সরকার। শুক্রবার সেই এয়ার অ্যাম্বুল্যান্সের (Air Ambulance) সুবাদেই প্রাণ বাঁচেন বিহারের এক মহিলা। শনিবারও সেই কপ্টার ত্রাতা হল রাজস্থানের পুণ্যার্থীর।

[আরও পড়ুন: একের পর এক টুইস্টে ভরা ‘মেরি ক্রিসমাস’, ক্যাটরিনা-বিজয়ের জুটি ধরায় নতুনত্বের নেশা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement