সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লড়াই করেই জায়গা করেছেন তিনি। তাই লড়াকুদের বরাবরই পছন্দ করেন। নিজেও মার্শাল আর্ট জানেন। কদর বোঝেন ক্যারাটে-কুংফুর। তাই সাঁইথিয়ার সাহসিনীর খবর ঠিক পৌঁছে যায় বলিউডের ‘লড়াকু’ তারকার কাছে। তারপরই শুক্রবার প্রিয়াঙ্কা সিংহ রায়ের ভূয়সী প্রশংসা করে টুইট করলেন তারকা অক্ষয় কুমার।
নিজের টুইটার হ্যান্ডেলে অক্ষয় লেখেন, ‘খবরটি পড়ে খুব খুশি হয়েছি। আজ তুমি রোল মডেল। তুমি আরও এগিয়ে যাও।’ তার পাশেই মুঠি পাকানো হাতের ইমোজি। ইতিমধ্যে টুইটটি ‘লাইক’ করেছেন ১৯ হাজার জন। রি-টুইট করেছেন তিন হাজার জন। কমেন্ট করেছেন ৫৫৯ জন।
সাঁইথিয়ার মেয়ে প্রিয়াঙ্কা। গত সোমবার বিকেলে বোনকে নিয়ে সাইকেল চড়ে একটু বেড়াতে বেরিয়েছিল। দুই অল্পবয়সি মেয়েকে দেখেই প্ল্যান ছকে ফেলে তিন যুবক। এগিয়ে যায় প্রিয়াঙ্কার দিকে। কটূক্তি শুরু হয়। প্রতিবাদ করতেই পালটা হুমকি। আলাদা করে দেখা করার ডাক আসে। তিন যুবকের এরকম কথা শুনে অন্য অনেকেই হয়তো পালিয়ে যাওয়ার চেষ্টা করত। কিন্তু প্রিয়াঙ্কা যে অন্য ধাতুতে গড়া। সে যে তাইকোন্ডো-র ব্ল্যাক বেল্ট যুবকদের তা জানার কথা নয়। বীরভূম জেলা পুলিশের আয়োজিত প্রতিযোগিতাতে সোনার মেডেলও পেয়েছে সে। সুতরাং তিন যুবকের হুমকিতে ঘাবড়ে যাওয়ার পাত্রী সে নয়। উলটে চোখে চোখ রেখে প্রতিবাদ করে।
বোনের হাতে সাইকেল দিয়ে এগিয়ে যায় যুবকদের দিকে। শিকার হাতের মুঠোয় দেখে যুবকদের চোখে যখন উল্লাস, তখনই ছোট্ট হাতের কঠিন পাঞ্চ সজোরে এসে পড়ে যুবকদের নাকের ঠিক তলায়। কিছু বুঝে ওঠার আগেই একের পর এক কিক। মিনিট কয়েকের খেল। তাতেই ধুলোয় গড়াগড়ি ‘বীরপুরুষ’দের। ততক্ষণে লোকজন জড়ো হয়ে গিয়েছে। গণধোলাইয়ে হয়তো প্রাণটাই হারাত। প্রিয়াঙ্কার মায়ের উদ্যোগেই তিন যুবককে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
[কে বলে নারী অবলা! প্রিয়াঙ্কার পাঞ্চই ভরসা জোগাচ্ছে রাজ্যের মেয়েদের]
The post লড়াকু প্রিয়াঙ্কাকে টুইটারে অভিনন্দন জানালেন অক্ষয় কুমার appeared first on Sangbad Pratidin.
