সুমন করাতি, হুগলি: কোন্নগর পুরসভার চেয়ারম্যান স্বপন দাসের নামে তোলাবাজির অভিযোগ এক যুবকের বিরুদ্ধে। সাংবাদিক পরিচয় দিয়ে মহিলার থেকে টাকা চাওয়ার অভিযোগ উঠেছে। টাকা না দিলে ওই মহিলার নির্মীয়মাণ বাড়ি ভেঙে দেওয়ারও হুমকিও দিয়েছেন বলে মহিলার দাবি। এবিষয়ে পুরপ্রধানের কাছে অভিযোগ জানিয়েছেন মহিলা। পুরসভার পক্ষ থেকে বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।

পুরসভা সূত্রে জানা গিয়েছে, পুরসভার লাল বাহাদুর শাস্ত্রীর রোডের উপর বাড়ি তৈরি করছেন পিউ মান্না নামের এক মহিলা। অভিযোগ, তাঁর কাছে সাংবাদিক পরিচয় দিয়ে পুরসভায় চেয়ারম্যান স্বপন দাসের নাম করে প্রসেনজিৎ ধর নামের এর যুবক মোটা টাকা চান। অভিযুক্ত যুবকের পুরসভায় অনেক পরিচিত আছে, টাকা না দিলে তাঁর বাড়ি ভাঙিয়ে দেবে বলেও হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। এরপরই আতঙ্কিত মহিলা পুরপ্রধান স্বপন দাসের কাছে লিখিত অভিযোগ জানিয়ে বলেন, তাঁর নাম করে টাকা চাইছেন যুবক। চিঠি পেয়েই সঙ্গে সঙ্গে পদক্ষেপ নেন পুরপ্রধান। পুরসভার পক্ষ থেকে একটি প্রাথমিক তদন্ত করে পুলিশকে চিঠি দিয়ে বিষয়টি জানানো হয়েছে।
এবিষয়ে পুরপ্রধান স্বপনবাবু বলেন, "সাংবাদিক পরিচয় দিয়ে, আমার নাম করে প্রসেনজিৎ ধর নামে এক যুবক ওই মহিলার কাছে টাকা চেয়েছেন বলে আমার কাছে অভিযোগ জমা পড়েছে। একটা মোবাইল কিনলেই কি কেউ সাংবাদিক হয়ে যায়? আমার জানা নেই। তবে আমার নাম করে টাকা চাওয়ার অভিযোগ ওঠায় পুলিশের কাছে চিঠি দিয়ে ঘটনার তদন্ত করার চিঠি দিয়েছি। তারাই তদন্ত করে দেখুক অভিযোগটি সত্যি না মিথ্যা।"