shono
Advertisement

Breaking News

টার্গেট মতুয়া ভোট ব্যাংক, নাগরিকত্ব বিল নিয়ে তৃণমূলকে আক্রমণ শাহের

তৃণমূলকে উৎখাতের ডাক বিজেপির সর্বভারতীয় সভাপতির৷ The post টার্গেট মতুয়া ভোট ব্যাংক, নাগরিকত্ব বিল নিয়ে তৃণমূলকে আক্রমণ শাহের appeared first on Sangbad Pratidin.
Posted: 05:00 PM Jan 29, 2019Updated: 08:07 PM Jan 29, 2019

রূপায়ণ গঙ্গোপাধ্যায় ও রঞ্জন মহাপাত্র: মালদহের পর, কাঁথির জনসভা থেকেও মতুয়া ভোট ব্যাংককে টার্গেট করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ৷ এবারও স্পষ্ট ভাষায় জানালেন, ক্ষমতায় এলে হিন্দু শরণার্থীদের নাগরিকত্ব দেবে দল৷ রাজ্যসভায় নাগরিকত্ব সংশোধনী বিল পাশ হতে না দেওয়ায় মঙ্গলবার তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে আক্রমণ শানান তিনি৷ প্রশ্ন করেন, ‘রোহিঙ্গাদের আশ্রয় দিলেও, কেন হিন্দু শরণার্থীদের আশ্রয় দিতে চাইছে না এ রাজ্যের শাসকদল৷’

Advertisement

[মর্মান্তিক! সন্তানকে বাঁচাতে গিয়ে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু গৃহবধূর ]

মালদহের জনসভা থেকেই বিজেপির সর্বভারতীয় সভাপতি স্পষ্ট করে দিয়েছিলেন, দীর্ঘদিন ধরে তৃণমূলের হস্তগত হয়ে থাকা মতুয়া ভোট ব্যাংকই তাঁদের টার্গেট৷ তৃণমূলের মতুয়া ভোট ব্যাংককে থাবা বসাতে বদ্ধপরিকর তাঁরা৷ কাঁথির জনসভা থেকে সেই মতুয়াদের কাছে টানার কাজ আরও একধাপ এগিয়ে দেন তিনি৷ এদিন কার্যত চ্যালেঞ্জের সুরে হিন্দু শরণার্থীদের ভারতের নাগরিকত্ব দেওয়ার বিষয়টি ঘোষণা করেন তিনি৷ পাশাপাশি, রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রসকে উৎখাতের ডাক দেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ৷ বিজেপির রথযাত্রা বন্ধ করায় আক্রমণ শানান প্রশাসনকে৷ হুঁশিয়ারি দিয়ে বললেন, ‘‘যত আটকাবে, তত বাংলার ঘরে ঘরে পৌঁছে যাবে বিজেপি৷’’

[বিতর্ক এড়াতে নয়া কৌশল বিজেপির, দলীয় পতাকা ছাড়াই ঠাকুরনগরে হবে মোদির সভা]

কাঁথির জনসভা থেকে বাম, কংগ্রেস ও তৃণমূলকে একই সারিতে বসিয়ে আক্রমণ করেন অমিত শাহ৷ তিনি অভিযোগ করেন, কংগ্রেস ও বামেদের শাসনকালে রাজ্যে হিংসা ও দারিদ্র বেড়ে গিয়েছিল৷ তৃণমূল এসে তাতে যোগ করেছে বেকারত্ব৷ এ রাজ্যে বেড়ে গিয়েছে বেকারদের সংখ্যা৷ বন্ধ হয়ে গিয়েছে হাজার হাজার কারখানা৷ শিল্প বলতে শুধু বোমা তৈরির কারখানা৷ চলছে সিন্ডিকেট রাজ৷ এ দিন প্রথম থেকেই ‘সোনার বাংলা’ গড়ার ডাক দেন বিজেপির সর্বভারতীয় সভাপতি৷ অভিযোগ করেন, দেশে-বিদেশের বাঙালি সোনার বাংলার খোঁজ করছে৷ এ দিকে তৃণমূল কংগ্রেসের শাসনে সোনার বাংলার স্বপ্ন শেষ হয়ে গিয়েছে৷ পঞ্চায়েত নির্বাচনে ৬৫ জন বিজেপি কর্মীকে খুন করা হয়েছে৷ বাংলায় বিরোধীদের মিটিং, মিছিলের অধিকার কেড়ে নেওয়া হয়েছে৷ এখানে গণতন্ত্র বিপন্ন৷ এরপরই শাসক দলকে হুঁশিয়ারি দিয়ে শাহ জানান, আসন্ন লোকসভা নির্বাচনে এই বাংলায় বিজেপির জয় নিশ্চিত৷ উনিশেও নয়াদিল্লিতে সরকার গড়বে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন বিজেপি৷

এদিকে, সভা শেষে কাঁথিতে ব্যাপক উত্তেজনা তৈরি হয়৷ বেশ কয়েকটি বাইক এবং বাস ভাঙচুর করা হয়৷ আগুনও লাগিয়ে দেওয়া হয় তাতে৷ বিজেপি নেতৃত্বের অভিযোগ, এই হামলার নেপথ্যে তৃণমূলের যোগ রয়েছে৷ যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল৷

The post টার্গেট মতুয়া ভোট ব্যাংক, নাগরিকত্ব বিল নিয়ে তৃণমূলকে আক্রমণ শাহের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement