সংবাদ প্রতিদিনি ডিজিটাল ডেস্ক: এবার রানাঘাটের সন্ন্যাসী গণধর্ষণ কাণ্ডের ছায়া উত্তর ২৪ পরগনার ভাটপাড়ায়। বাড়িতেই প্রতিবেশী এক ব্যক্তির যৌন লালসার শিকার বছর পঁচাত্তরের এক বৃদ্ধা। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন ওই বৃদ্ধা। ইতিমধ্যেই অভিযুক্ত আশিস শর্মাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার রাতে বাড়িতে একাই ছিলেন ওই বৃদ্ধা। রাতে মেয়েরা বাড়িতে ফিরে দেখেন রক্তাক্ত অবস্থায় ঘরে পড়ে রয়েছেন বৃদ্ধা। তাঁর গোপনাঙ্গে গভীর ক্ষত দেখতে পান তরুণীরা। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সেখান থেকে তাঁকে বেলঘড়িয়ার একটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন ওই বৃদ্ধা।
এরপর প্রতিবেশীদের সঙ্গে কথা বলে বৃদ্ধার মেয়েরা জানতে পারেন যে, আশিস শর্মা নামে প্রতিবেশী এক ব্যক্তি বৃদ্ধার কাছে এসেছিল। এরপরই অভিযুক্তের বিরুদ্ধে ভাটপাড়া থানায় অভিযোগ দায়ের করা হয়। ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের দাবি, জেরায় ঘটনার কথা স্বীকার করে নিয়েছেন অভিযুক্ত। সূত্রের খবর, ওই ব্যক্তির সঙ্গে বেশ সদভাব ছিল বৃদ্ধার। মাঝে মধ্যে বৃদ্ধার কাছে আসতেন ওই ব্যক্তি। তাঁর এই কীর্তিতে কিছুটা হতবাক স্থানীয়রা।
[আরও পড়ুন: পৌষমেলায় শ্লীলতাহানির অভিযোগ বিশ্বভারতীর উপাচার্যের বিরুদ্ধে, পুলিশের দ্বারস্থ বধূ]
প্রসঙ্গত, কয়েক বছর আগে রানাঘাটে একটি চার্চের সন্ন্যাসিনীকে গণধর্ষণের ঘটনায় উত্তাল হয়ে উঠেছিল রাজ্য। পরে প্রকাশ্যে আসে চার্চের জিনিসপত্র লুঠ করতেই সন্ন্যাসীকে ধর্ষণ করে দুষ্কৃতীরা। এরপরও রাজ্যের বিভিন্ন প্রান্তে বিকৃত লালসার শিকার হতে হয় বৃদ্ধাদের। ফের সেই ঘটনার পুনরাবৃত্তি ভাটপাড়ায়।
The post ৭৫ বছরের বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার প্রতিবেশী appeared first on Sangbad Pratidin.
