সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দীর্ঘ রোগভোগের পর শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন খালেদা জিয়া। মঙ্গলবার সকালে হাসপাতালে মৃত্যু হয় তাঁর। দেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর মৃত্যুতে শোকপ্রকাশ করলেন বাংলাদেশের কিংবদন্তি ক্রিকেটার শাকিব আল হাসান (Shakib Al Hasan)। নানা রাজনৈতিক কারণ দীর্ঘদিন বাংলাদেশে ফিরতে পারেন না তারকা অলরাউন্ডার। কিন্তু প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রীকে শেষ শ্রদ্ধা জানাতে ভুললেন না।
৮০ বছর বয়সে না ফেরার দেশে চলে গিয়েছেন খালেদা। বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসাবে তিনি ক্ষমতায় এসেছিলেন। দুই দফায় দেশের প্রধানমন্ত্রী ছিলেন খালেদা। তাঁর প্রয়াণের খবর পেয়েই সোশাল মিডিয়ায় পোস্ট করেছেন শাকিব। তারকা অলরাউন্ডারের বার্তা, 'বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আজ সকাল ছয়টায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই শোকের মুহূর্তে তাঁর পরিবার ও স্বজনদের প্রতি আমার গভীর সমবেদনা। তিনি দীর্ঘ রাজনৈতিক জীবনে দেশের জন্য গুরুত্বপূর্ণ কাজ ও অবদান রেখেছেন। আল্লাহ তায়ালা তাঁর রুহের মাগফিরাত দান করুন। সকলের কাছে তার জন্য দোয়া প্রার্থনা করছি।'
উল্লেখ্য, রাজনীতির ময়দানে খালেদা এবং শাকিব ছিলেন প্রবল প্রতিপক্ষ। ২০২৪ সালের জানুয়ারি মাসে রাজনীতিতে নতুন কেরিয়ার শুরু করেন শাকিব। তৎকালীন বাংলাদেশের শাসক দল আওয়ামি লিগের টিকিটে মাগুরা-১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন। শাকিবের হয়ে প্রচার করেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বয়ং। লক্ষাধিক ভোটে নিজের কেন্দ্রে জিতে সাংসদ হন শাকিব। কিন্তু আওয়ামি লিগের প্রধান প্রতিপক্ষ ছিল খালেদার বিএনপি। ২০২৪ সালের নির্বাচন বয়কট করেছিল তারা।
রাজনৈতিক মতভেদ ভুলে শাকিব যেভাবে খালেদার প্রয়াণে শোকপ্রকাশ করেছেন, তাতে খুশি নেটিজেনদের অনেকেই। উল্লেখ্য, খালেদা প্রধানমন্ত্রী থাকাকালীনই বাংলাদেশে শুরু হয় বয়সভিত্তিক টুর্নামেন্ট। ওই টুর্নামেন্টের ফসল মুশফিকুর রহিম, শাকিব আল হাসানরা, যাঁদের হাত ধরে এশিয়ার অন্যতম সেরা ক্রিকেট দল হয়ে ওঠে বাংলাদেশ।
