shono
Advertisement

Breaking News

Siliguri

তোলাবাজির প্রতিবাদের মাসুল! শিলিগুড়িতে নিজের বাড়ির সামনে 'পিটিয়ে খুন' বৃদ্ধ

এই ঘটনায় অভিযুক্তরা সকলেই অধরা।
Published By: Sayani SenPosted: 04:14 PM Nov 02, 2024Updated: 04:20 PM Nov 02, 2024

তারক চক্রবর্তী, শিলিগুড়ি: তোলাবাজির প্রতিবাদ করে প্রাণহানি। নিজের বাড়ির সামনেই পিটিয়ে খুন এক বৃদ্ধ। শিলিগুড়ি পুরনিগমের ৩৫ নম্বর ওয়ার্ডের রাজা হলি এলাকার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য। এই ঘটনার তদন্ত শুরু করেছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। তবে অভিযুক্তরা সকলেই অধরা। তাদের খোঁজে তল্লাশি শুরু করেছেন তদন্তকারীরা।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ওই বৃদ্ধের নাম মহম্মদ জহরি। শিলিগুড়ি পুরনিগমের ৩৫ নম্বর ওয়ার্ডের রাজা হলি এলাকার বাসিন্দা তিনি। অভিযোগ, শুক্রবার বিকেল চারটে নাগাদ সেখানে বেশ কয়েকজন যুবক তোলাবাজি করতে যায়। তাতে বাধা দেন ওই বৃদ্ধ। এর পরই তাঁকে বেশ কয়েকজন যুবক পিটিয়ে খুন করে বলে অভিযোগ। এর পর এলাকায় তীব্র উত্তেজনা ছড়ায়। পরিস্থিতি বেগতিক বুঝে এলাকা ছাড়ে ওই অভিযুক্ত যুবকেরা।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। এলাকায় যাতে নতুন করে অশান্তি তৈরি না হয় তাই বিশাল পুলিশ বাহিনী এবং র‍্যাফ মোতায়েন করা হয়েছে। অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। তদন্তকারীদের দাবি, তোলাবাজি নয়। এলাকার ক্ষমতা কার হাতে থাকবে তা নিয়েই দুই গোষ্ঠীর মধ্যে গণ্ডগোলের জেরে এই খুনের ঘটনা ঘটে। এলাকার স্থানীয় তৃণমূল নেতা জয়দীপ নন্দী বলেন, “এমন নিন্দনীয় ঘটনা কোনওভাবেই মেনে নেওয়া যায় না। পুলিশ এই ঘটনার তদন্ত করছে। দোষীদের সাজা দেওয়ার ব্যবস্থা করুক এটাই কাম্য।”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • তোলাবাজির প্রতিবাদ করে প্রাণহানি। নিজের বাড়ির সামনেই পিটিয়ে খুন এক বৃদ্ধ।
  • শিলিগুড়ি পুরনিগমের ৩৫ নম্বর ওয়ার্ডের রাজা হলি এলাকার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য।
  • এই ঘটনার তদন্ত শুরু করেছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের নিউ জলপাইগুড়ি থানার পুলিশ।
Advertisement