অর্ণব দাস, বারাকপুর: কৌস্তভ বাগচীর উপর প্রাণঘাতী হামলার ছক। আদালত থেকে ফেরার পথে বিজেপি নেতার গাড়িতে হামলার চেষ্টার অভিযোগ দুই যুবকের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা কামারহাটি পুরসভার অন্তর্গত বেলঘরিয়ায়। পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন বিজেপি নেতা। অভিযোগ, পুলিশ প্রাথমিকভাবে অভিযোগ নিলেও এফআইআর নম্বর দেয়নি। ইতিমধ্যেই এবিষয়ে শুভেন্দু অধিকারীর সঙ্গে কথা বলেছেন তিনি।
জানা গিয়েছে, বৃহস্পতিবার বিকেলে কোর্টের কাজ সেরে বাড়ি ফিরছিলেন বিজেপি নেতা কৌস্তভ বাগচী। রথতলার মুখে সিগন্যালে দাঁড়ায় গাড়ি। সেই সময় তন্দ্রাছন্ন ছিলেন বিজেপি নেতা। তিনি জানান,আচমকা তাঁর নিরাপত্তারক্ষীরা চিৎকার করেন। তাতেই তিনি দেখেন, দুই যুবক বাইক নিয়ে দ্রুত গতিতে চম্পট দিচ্ছেন। কৌস্তভের অভিযোগ,ওই যুবকরা প্রাণঘাতী হামলার ছক কষেছিল। তাঁদের হাতে ছিল ধারালো অস্ত্র।
তড়িঘড়ি বেলঘরিয়া থানার দ্বারস্থ হন বিজেপি নেতা। অভিযোগ, এক ঘণ্টা ধরে অপেক্ষার পর তিনি জেনারেল ডায়েরি করতে পেরেছেন। তবে তখনও এফআইআর নেয়নি। এদিকে তাঁর সাফ দাবি, এফআইআর নম্বর না নিয়ে তিনি থানা ছাড়বেন না। ইতিমধ্যেই এবিষটা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে জানিয়েছেন। কৌস্তভ বাগচীর দাবি, তৃণমূল বিরোধী পোস্ট করায় এই হামলা। তবে এবিষয়ে তৃণমূলের কোনও প্রতিক্রিয়া মেলেনি।