shono
Advertisement

পণের দাবিতে বিষ খাইয়ে বধূ খুনের অভিযোগ, পলাতক স্বামী

আর কতদিন? The post পণের দাবিতে বিষ খাইয়ে বধূ খুনের অভিযোগ, পলাতক স্বামী appeared first on Sangbad Pratidin.
Posted: 06:21 PM Jan 31, 2017Updated: 12:51 PM Jan 31, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের পণের দাবিতে বধূহত্যার অভিযোগ উঠল রাজ্যে৷ এবার পূর্ব মেদিনীপুরের ভগবানপুর থানা এলাকার আমড়াতলা গ্রামে ঘটেছে এই ঘটনা৷ মৃত গৃহবধূর নাম বৈশাখী হাজরা৷ তাঁকে মারধর করার পর বিষ খাইয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামী অমরেশ হাজরার বিরুদ্ধে৷

Advertisement

মাদকমুক্তির কেন্দ্রেই আবাসিককে আটকে রেখে মারধর, গ্রেফতার ৩

বৈশাখীর মা মামনি পাখিরার অভিযোগ, বিয়ের পর থেকেই মেয়ের উপর পণের জন্য অত্যাচার চালাত অমরেশ ও তার বাড়ির লোকজন৷ এইভাবে তাঁদের কাছ থেকে মোট তিন লক্ষ টাকা নিয়েছে বৈশাখীর শ্বশুরবাড়ির লোকজন৷ আরও এক লক্ষ টাকার চাহিদায় প্রায় রোজই তাঁকে মারধর করা হত৷ মঙ্গলবার জামাই অমরেশই বৈশাখীর বাপের বাড়িতে ফোন করে বলে, বৈশাখী বিষ খেয়ে আত্মহত্যা করেছেন৷ ফোন পেয়েই কয়েকজন প্রতিবেশীকে সঙ্গে নিয়ে মেয়ের শ্বশুরবাড়িতে এসে মামনিদেবী দেখেন, মেয়ের দেহে তখনও প্রাণ রয়েছে৷ কিন্তু হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়৷

ফের বন্ধ হয়ে গেল নদিয়া জুট মিল, কর্মহীন ২০০০ শ্রমিক

ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত অমরেশ ও তার পরিবার৷ বাপের বাড়ির অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ৷ অমরেশ ও তার পরিবারের খোঁজে শুরু হয়েছে তল্লাশি৷

বাজেট পেশের সময় সংসদে না থাকার সিদ্ধান্ত তৃণমূলের

The post পণের দাবিতে বিষ খাইয়ে বধূ খুনের অভিযোগ, পলাতক স্বামী appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement