সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিচারব্যবস্থাকে আক্রমণ করে সম্প্রতি বিতর্কে জড়িয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তাঁর সাংসদপদ খারিজের দাবি করেছিলেন সৌমিত্র খাঁ। এবার অভিষেকের পাশে দাঁড়িয়ে বিচারপতিদের নিশানা করলেন সাংসদ অপরূপা পোদ্দার। সোশ্যাল মিডিয়ায় লিখলেন, “কিছু বিচারপতিই রাজনীতির সুযোগ করে দিচ্ছেন।”
বিষয়টা ঠিক কী? রবিবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করে একটি টুইট করেছেন অপরূপা পোদ্দার (Aparupa Poddar)। সেখানে তিনি লিখেছেন, “আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথাগুলি ১০০ শতাংশ সমর্থন করছি। হাই কোর্টকে বিজেপি রাজনীতি করার ক্লাব বানিয়ে নিয়েছে। এই ক্লাবের মেম্বারের মধ্যে কোনও এক বিচারপতি আছেন যিনি হাই কোর্টের ভাবমূর্তি নষ্ট করছেন। বিচারব্যবস্থার মাধ্যমে কিছু বিচারপতিরাই রাজনীতি করার সুযোগ করে দিচ্ছেন। মনে রাখবেন মানুষের রায়ের উপরে কারও রায় হয় না। কারণ সবার উপরে মানুষ সত্য তাহার উপরে কেউ নেই। সাংসদ সৌমিত্র খাঁ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর ব্যক্তিগত রাগ করেছে কারণ ও দলে আসতে চাইছিল। অভিষেক বন্দ্যোপাধ্যায় দরজা খোলেনি সেই কারণেই এই ঘটনা।”
[আরও পড়ুন: ঘুমন্ত অবস্থায় মা ও ২ মেয়েকে সাপের কামড়, সুস্থ করতে দীর্ঘক্ষণ চলল ঝাঁড়ফুক! পরিণতি ভয়ংকর]
অপরূপা পোদ্দারের এই মন্তব্য নিয়েও স্বাভাবিকভাবেই জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। সৌমিত্র খাঁ তৃণমূলে আসতে চেয়েছিলেন বলে যে দাবি করেছেন অপরূপা পোদ্দার, সে বিষয়ে এখনও বিজেপির কোনও প্রতিক্রিয়া মেলেনি।
