shono
Advertisement

মাঘের শুরুতেই চড়ল তাপমাত্রার পারদ, রাজ্যে ফের বৃষ্টির পূর্বাভাস

জেনে নিন কোথায় কোথায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। The post মাঘের শুরুতেই চড়ল তাপমাত্রার পারদ, রাজ্যে ফের বৃষ্টির পূর্বাভাস appeared first on Sangbad Pratidin.
Posted: 09:51 AM Jan 16, 2020Updated: 09:55 AM Jan 16, 2020

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাঘের শুরুতেই চড়ল তাপমাত্রার পারদ। আগামী ৭২ ঘণ্টায় কলকাতার তাপমাত্রার পারদ আরও বাড়ার সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস। বৃহস্পতিবার কলকাতার তাপমাত্রা ১৪.৬ ডিগ্রি। যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি উপরে। সেই সঙ্গে দোসর হিসেবে আসছে বৃষ্টি। গোটা রাজ্যেই অবশ্য বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে দক্ষিণবঙ্গ সেভাবে বৃষ্টির প্রকোপে নাও পড়তে পারে। তুলনায় উত্তরের জেলাগুলিতে ৩ দিন বৃষ্টির সম্ভাবনার কথা জানা গিয়েছে হাওয়া অফিস সূত্রে।

Advertisement

বুধবার থেকেই অবশ্য তাপমাত্রা বাড়ার সম্ভাবনার কথা জানিয়েছিল আলিপুর আবহাওয়া দপ্তর। সেকথাই মিলে গেল। সদ্য মকরক্রান্তি গেল। এই শীতের আমেজে মজে পিঠে-পুলি গলধঃকরণ কী আর সম্ভব? কারণ, হাওয়া অফিসের রিপোর্ট বলছে আগামী বাহাত্তর ঘণ্টায় কলকাতার তাপমাত্রা আরও দু’ থেকে তিন ডিগ্রি বেড়ে দাঁড়াবে। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে দার্জিলিং-কালিম্পং বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার। ওদিকে আবার শুক্র-শনিবার উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা। পশ্চিমী ঝঞ্ঝা যখন উত্তরবঙ্গের উপর দিয়ে যাবে সেই সময়ে আবহাওয়া পরিবর্তন হবে। কলকাতায় তাপমাত্রার পারদ চড়লেও উত্তরাখণ্ড, জম্মু-কাশ্মীর এবং সিকিমে তুষারপাতের সম্ভাবনা রয়েছে।  

[আরও পড়ুন: মকরসংক্রান্তির দিন থেকেই বাড়ছে তাপমাত্রা, বিদায় নিচ্ছে শীত? ]

বৃহস্পতিবার কলকাতায় মূলত পরিষ্কার আকাশ। সকালের দিকে হালকা কুয়াশা ছিল। সর্বনিম্ন তাপমাত্রা সামান্য বেড়ে হয়েছে ১৪.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় ১ ডিগ্রি উপরে। গতকাল বিকেলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি উপরে। বাতাসে আর্দ্রতার পরিমাণ ৩৯ থেকে ৯৯ শতাংশ। আগামী দু’দিন মাঝারি থেকে ঘন কুয়াশা থাকতে পারে পূর্ব মেদিনীপুর, মুর্শিদাবাদ, দুই ২৪ পরগণা, নদিয়া, হাওড়া ও হুগলিতে। আগামী তিন দিন বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং-সহ উপরের পাঁচ জেলাতেও। বৃহস্পতিবার হালকা বৃষ্টি হতে পারে দার্জিলিং ও কালিম্পংয়ে। শুক্র ও শনিবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহারে বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টি চলবে রবিবার পর্যন্ত।

[আরও পড়ুন: পুণ্য অর্জনের জন্য নয়, গঙ্গাসাগরে ওঁরা যান পেটের টানেই ]

The post মাঘের শুরুতেই চড়ল তাপমাত্রার পারদ, রাজ্যে ফের বৃষ্টির পূর্বাভাস appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement