shono
Advertisement
East Bengal

কুলদাকান্ত মেমোরিয়াল শিল্ড চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল, IWL-এও জিতলেন মশাল গার্লসরা

জয়ের ঘোড়া টগবগিয়ে ছুটছে ইস্টবেঙ্গলের।
Published By: Prasenjit DuttaPosted: 04:36 PM Dec 24, 2025Updated: 06:26 PM Dec 24, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইস্টবেঙ্গলের জয়ের ঘোড়া টগবগিয়ে ছুটছে। এবার লাল-হলুদের কাছে হারল সেতু এফসি। সাফ ক্লাব চ্যাম্পিয়নশিপ জিতে কলকাতায় ফেরার তিন দিনের মধ্যেই অ্যান্থনি অ্যান্ড্রুজের দল আইডব্লিউএলে নেমে পড়েছিল। প্রথম দিকে সেভাবে ছন্দে পাওয়া না গেলেও সৌম্যা গুগুলথের গোলে গোটা ৩ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ল ইস্টবেঙ্গল। অন্যদিকে, ডায়মন্ড হারবার এফসি-কে হারিয়ে কুলদাকান্ত মেমোরিয়াল শিল্ড চ্যাম্পিয়ন হল ইস্টবেঙ্গল।

Advertisement

বুধবার কল্যাণী স্টেডিয়ামে শুরুটা খারাপ করেনি ইস্টবেঙ্গল। নিজেদের মধ্যে ছোট ছোট পাস খেলে বল দখলের লড়াইয়ে এগিয়েই ছিলেন লাল-হলুদের মেয়েরা। তবে ম্যাচ যত গড়াতে থাকে সেতু এফসি-ও ম্যাচে ফেরে। ম্যাচের গতির বিরুদ্ধে গিয়ে ৩২ মিনিটে সুবর্ণ সুযোগ হারায় ইস্টবেঙ্গল। গোলকিপারকে একলা পেয়েও গোল করতে পারেনি তারা। প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য অবস্থায়।

সাফের মতো একটা আন্তর্জাতিক টুর্নামেন্ট জয় করে কলকাতায় ফিরেই আইডব্লিউএলের প্রথম ম্যাচে নামার আগে আলাদা করে প্রস্তুতি নিতে পারেননি ইস্টবেঙ্গল ফুটবলাররা। তবে ইতিবাচক বিষয় একটাই, সব ফুটবলাররাই ম্যাচের মধ্যেই ছিলেন। আশা করা গিয়েছিল, জয় পেয়েই মাঠ ছাড়বেন রেস্টি নানজিরি, শিল্কি দেবীরা। সমর্থকদের প্রত্যাশা পূরণ করলেন তাঁরা।

গত কয়েক মাস ধরে চোটের জন্য মাঠের বাইরে ছিলেন প্রিয়াঙ্কা দেবী নাওরেম। চোট কাটিয়ে তিনি ফিরেছেন এই ম্যাচে। সাফে খেলতে পারেননি সঙ্গীতা বাসফোর। তিনিও ছিলেন। তবুও ডেডলক ভাঙতে পারলেন না লাল-হলুদের কোনও স্ট্রাইকার। এরই মধ্যে ৭৬ মিনিটে এগিয়ে যেতে পারত সেতু এফসি। এর পরের মিনিটেই ইস্টবেঙ্গলের হয়ে ডেডলক ভাঙেন সৌম্য গুগুলথ। সুলঞ্জনা রাউলের পাস থেকে পেনাল্টি বক্সের বাইরে থেকে যেভাবে বাঁ-পায়ের শটে গোল করলেন, তার তারিফ করতেই হয়। গোলের পর ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর মতো 'সিউউ' সেলিব্রেশনে মেতে ওঠেন তিনি। শেষ পর্যন্ত ১-০ গোলে জয়ী হয় ইস্টবেঙ্গল।

অন্যদিকে, ডায়মন্ড হারবার এফসিকে ৩-০ গোলে হারিয়ে কুলদাকান্ত মেমোরিয়াল শিল্ড চ্যাম্পিয়ন হয়েছে ইস্টবেঙ্গল। ২৪ মিনিটে লাল-হলুদকে এগিয়ে দেন সায়ন। ৩৫ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন শ্যামল। এর ঠিক দু'মিনিট পর নাসিবের গোলে ৩-০ এগিয়ে যায় মশাল ব্রিগেড। বলা চলে প্রথমার্ধের লাল-হলুদ ঝড়ে উড়ে গেল ডায়মন্ড হারবার এফসি। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • জয়ের ঘোড়া টগবগিয়ে ছুটছে ইস্টবেঙ্গলের মহিলা দলের।
  • এবার লাল-হলুদের কাছে হারল সেতু এফসি।
  • ডায়মন্ড হারবার এফসি-কে হারিয়ে কুলদাকান্ত মেমোরিয়াল শিল্ড চ্যাম্পিয়ন হল ইস্টবেঙ্গল।
Advertisement