ঘটনাবহুল বছর হতে চলেছে ২০২৬। খেলাধুলো থেকে রাজনীতি, সমস্ত ক্ষেত্রই সূচিতে ঠাসা থাকতে চলেছে। এরমধ্যে যেমন রয়েছে একাধিক বিশ্বকাপ, তেমনই রয়েছে বিধানসভা নির্বাচন। নতুন বছরে কোন কোন ইভেন্টের রয়েছে, তা একবার দেখে নেওয়া যাক।
খেলাধুলোয় ২০২৬
ফাইল ছবি
টি-টোয়েন্টি বিশ্বকাপ: ৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ চলবে ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটের বিশ্বকাপ। মেগা এই ইভেন্টে অংশগ্রহণ করবে ২০টি দেশ। সূর্যকুমার যাদবের নেতৃত্বে টিম ইন্ডিয়া নামতে চলছে ট্রফি ধরে রাখার লক্ষ্যে। বিশ্বকাপে ভারতের সঙ্গে 'এ' গ্রুপে রয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান, নামিবিয়া, নেদারল্যান্ডস, মার্কিন যুক্তরাষ্ট্র। মেন ইন ব্লু তাদের অভিযান শুরু করবে ৭ ফেব্রুয়ারি, মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ম্যাচ দিয়ে। ১৫ ফেব্রুয়ারি রয়েছে ভারত-পাক মহারণ।
ফাইল ছবি
ফিফা বিশ্বকাপ: ১১ জুন থেকে শুরু ফুটবল বিশ্বকাপ। মেক্সিকো বনাম দক্ষিণ দক্ষিণ আফ্রিকা ম্যাচ দিয়ে শুরু হবে আসন্ন বিশ্বকাপ। যা ২০১০ বিশ্বকাপের স্মৃতি ফিরিয়ে এনেছে। ১৫ বছর আগেও এই দুই দেশ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছিল। প্রথমবার ফিফা বিশ্বকাপ হতে চলেছে ৪৮ দেশের। দেশের সংখ্যার সঙ্গে বিশ্বকাপে বাড়বে ম্যাচের সংখ্যাও। এতদিন ৩২ দলের বিশ্বকাপে হত ৬৪ ম্যাচ। এবার সেখানে আয়োজিত হবে ৮০ ম্যাচ। ৪৮টি দেশকে ১২টি আলাদা আলাদা গ্রুপে ভাগ করে শুরু হবে গ্রুপ পর্বের খেলা। প্রতিযোগিতা চলবে ১৯ জুলাই পর্যন্ত।
ফাইল ছবি
কমনওয়েলথ গেমস: স্কটল্যান্ডের গ্লাসগোতে বসবে এই প্রতিযোগিতার আসর। যা চলবে ২৩ জুলাই থেকে ২ আগস্ট পর্যন্ত। টুর্নামেন্টে অংশ নেবে ৭৪টি দেশ। সাঁতার, জিমন্যাস্টিকস, সাইক্লিং, ভারোত্তোলন, বক্সিং, জুডো, লন বল, বাস্কেটবল-সহ নানান খেলা অন্তর্ভুক্ত থাকবে। তবে বাদ পড়েছে ক্রিকেট, হকি, কুস্তি, ব্যাডমিন্টন, শুটিং, টেবিল টেনিসের মতো জনপ্রিয় খেলা।
ফাইল ছবি
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল: হাঙ্গেরির বুদাপেস্টে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ হবে ৩০ মে। ফুটবলপ্রেমীরা এই ম্যাচের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন।
ফাইল ছবি
মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপ: প্রথমবার ওয়ানডে বিশ্বকাপ জয়ের স্বাদ পেয়েছে ভারত। এবার হরমনপ্রীত কৌরদের লক্ষ্য, ইংল্যান্ড থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে দেশে ফেরা। জুন-জুলাইয়ে বসবে এই মেগা ইভেন্টের আসর।
তাছাড়াও রয়েছে অস্ট্রেলিয়ান ওপেন (জানুয়ারি), উইন্টার অলিম্পিক গেমস (ফেব্রুয়ারি), উইম্বলডনের (জুন-জুলাই) মতো প্রতিযোগিতা।
রাজনীতিতে ২০২৬
এবার আসা যাক রাজনৈতিক ঘটনা প্রসঙ্গে। ২০২৬-এ বিশ্বজুড়ে রাজনীতির গতিপ্রকৃতি কোন খাতে বইবে, এই প্রশ্ন করলে যেমন উঠে আসবে বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কথা, তেমনই আসবে মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের কথাও। তাছাড়াও ভারতের রাজনৈতিক প্রেক্ষাপটেও ’২৬ সাল অত্যন্ত গুরুত্বপূর্ণ। নতুন বছরেই রয়েছে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন।
ফাইল ছবি
পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন: বছর ঘুরলেই রাজ্যে ফের বিধানসভা নির্বাচনের দামামা বেজে যাবে। আরও একবার নতুন সরকার নির্বাচনের পালা। মার্চ-এপ্রিলের মধ্যেই ভোটপর্ব মিটে যাবে আশা করা হচ্ছে। শাসক শিবিরের আশা, গত ৫ বছরে রাজ্যে যে পরিমাণ উন্নয়নমূলক কাজ হয়েছে, তাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার চতুর্থবার ফিরবেন। তবে বিরোধীরাও জমি ছাড়তে নারাজ। তারাও আদাজল খেয়ে নেমেছে।
মার্চ-এপ্রিলে পশ্চিমবঙ্গ ছাড়াও অসম, পুডুচেরিতে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। এপ্রিল-মে মাসে তামিলনাড়ু ভোট। কেরলে নির্বাচন অনুষ্ঠিত হবে মে মাসে। তাছাড়াও গোয়া, কর্নাটক, মহারাষ্ট্র, মণিপুর, নাগাল্যান্ড, উত্তরপ্রদেশেও রয়েছে রাজ্য বিধানসভা উপনির্বাচন। উল্লেখ্য, SIR-এর ফাইনাল ড্রাফট প্রকাশিত হবে নির্বাচনের আগে।
ফাইল ছবি
বাংলাদেশ নির্বাচন: ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। যা দেশটির রাজনৈতিক ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে এই মুহূর্তে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত। এই পরিস্থিতিতে সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করা নিয়ে উদ্বেগ রয়েছে।
ফাইল ছবি
মার্কিন যুক্তরাষ্ট্র: নভেম্বরে মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠিত হবে। যেখানে হাউস অফ রিপ্রেজেন্টেটিভস ও সিনেটের এক-তৃতীয়াংশ এবং ৩৬টি রাজ্যের গভর্নর নির্বাচন হবে।
বিজ্ঞানে ২০২৬
২০২৬ সালে মহাকাশে ইতিহাস গড়ার লক্ষ্যে অবিচল ভারত, আমেরিকা, চিন-সহ বিভিন্ন দেশ। দেখে নেওয়া যাক মহাকাশ গবেষণায় এক নতুন দিক উন্মোচনের ক্ষেত্রে কী কী বড়সড় পদক্ষেপ নিতে চলেছে তারা।
ফাইল ছবি
ভারত: ২০২৬ সাল ভারতের মহাকাশ অভিযানের জন্য একটি গুরুত্বপূর্ণ বছর হতে চলেছে। লক্ষ্য হল, ২০২৭-২৮-এর মধ্যেই জি১ মিশনকে সফল করা। সেই লক্ষ্যেই মার্চে হতে পারে 'গগনযান জি১' নামে মানববিহীন পরীক্ষামূলক উৎক্ষেপণ। ব্যোমমিত্র নামে রোবট মহাকাশে যাবে। যা ভবিষ্যৎ মানব মহাকাশযানের সিস্টেম পরীক্ষা করবে। উল্লেখ্য, গগনযান মিশন হল ভারতের প্রথম মানব মহাকাশযান মিশন। এর লক্ষ্য মহাকাশে ভারতের তরফে নভশ্চর পাঠানোর পাশাপাশি মহাশূন্যে নিজস্ব স্পেস স্টেশন তৈরি। সবকিছু সফলভাবে সম্পন্ন হলে আমেরিকা, রাশিয়া ও চিনের পর মহাকাশ প্রযুক্তিতে বিশ্বের চতুর্থ দেশ হয়ে উঠবে ভারত।
ফাইল ছবি
তাছাড়াও বিক্রম-১ উৎক্ষেপণের লক্ষ্যও রয়েছে ভারতের। অন্যদিকে, সমুদ্রযান মিশনও থাকছে। এর মাধ্যমে ৬,০০০ মিটার গভীরে ডুবোযানে ৩ জন ক্রু নিয়ে গভীর সমুদ্রের জীববৈচিত্র্য ও খনিজ সম্পদ নিয়ে গবেষণা করা হবে।
ফাইল ছবি
আমেরিকা: ২০২৬ সালে স্পেসএক্স-এর স্টারশিপ নিয়ে বড় পরিকল্পনা রয়েছে দেশটির। যার মধ্যে রয়েছে চাঁদে মানুষ পাঠানো (নাসার আর্টেমিস মিশনের অংশ হিসেবে) এবং মঙ্গলে মানুষ পাঠানোর প্রস্তুতি।
চিন: চাঁদের দক্ষিণ মেরুতে জলের বরফ সন্ধানের জন্য অরবিটার, ল্যান্ডার, রোভার ও উড়ন্ত প্রোব-সহ একটি মিশন রয়েছে দেশটির। যার নাম চাং'ই ৭।
ফাইল ছবি
সিনেমায় ২০২৬
২০২৬ সালে বেশ কিছু জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি এবং সিনে সিক্যুয়েল থাকছে বলিউডের ঝুলিতে। হৃতিক রোশনের পরিচালনায় ‘কৃশ ৪’ আসার কথা ছাব্বিশে। অন্যদিকে বিগ বাজেট সিনেমার তালিকাও নেহাত নাতিদীর্ঘ নয়! বিগত তিন বছর ধরে চর্চায় থাকা নীতেশ তিওয়ারির ‘রামায়ণ’-এর প্রথম পর্ব ছাব্বিশ সালেই মুক্তির আলো দেখবে। যে সিনেমার জন্য হাড়ভাঙা খাটুনি করেছেন রণবীর কাপুর। রামের ভূমিকায় কতটা নজর কাড়েন কাপুরনন্দন? দেখার জন্য মুখিয়ে ভূভারতের দর্শককুল। মেগাবাজেট সিনেমার তালিকায় রয়েছে শাহরুখ খানের ‘কিং’ও। যে ছবিতে প্রথমবারের জন্য পিতা-পুত্রী শাহরুখ-সুহানা একফ্রেমে ধরা দেবেন।
অন্যদিকে ফি বছর টলিউড রিলিজের তালিকায় একগুচ্ছ ‘সিনে উপহার’ নিয়ে হাজির থাকেন নন্দিতা-শিবপ্রসাদ। উইন্ডোজ প্রযোজিত ‘ভানুপ্রিয়া ভূতের হোটেল’-এর মুক্তি পাওয়ার কথা ছিল চলতি বছর শীতে। এই ছবি মুক্তি পাচ্ছে জানুয়ারি মাসে। জানুয়ারিতেই কাকাবাবু অবতারে ‘বিজয়নগরের হীরে’ অভিযানে পর্দা কাঁপাবেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। দেবের একাধিক সিনেমা রিলিজের অপেক্ষায়। সেই তালিকায় ‘খাদান ২’, ‘প্রজাপতি ৩’ রয়েছে।
