সৌরভ মাজি, বর্ধমান: অনলাইনে আর্থিক জালিয়াতিতে এতদিন ভিনরাজ্যের দুষ্কৃতীদের নাম জড়াত। এবার উলটপুরাণ। ঘরের লোকই অনলাইন ওয়ালেট অ্যাকাউন্ট খুলে সিঁদ কাটল। আগেভাগে রাষ্ট্রায়ত্ত ব্যাংককর্মী মামার অ্যাকাউন্টের তথ্য জেনে নেয় ভাগ্নে। তারপর নিজের ওয়ালেট অ্যাকাউন্টের মাধ্যমে লক্ষাধিক টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ। এই অভিযোগে ইতিমধ্যেই পুলিশের জালে ধরা পড়েছে গুণধর ভাগ্নে। একই সঙ্গে গ্রেপ্তার হয়েছে ভাগ্নের সিভিল ইঞ্জিনিয়র বন্ধুও। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বর্ধমান শহরে।
[রেলের গাফিলতিতেই প্রাণহানি! ওভারব্রিজ কাণ্ডে ক্ষোভে ফুঁসছে বারুইপুর]
শুক্রবার দু’জনকে গ্রেপ্তার করে বর্ধমান জেলা পুলিশের সাইবার সেল। ধৃতদের নাম শুভজিৎ মণ্ডল ও অনির্বাণ সাহা। শুভজিতের বাড়ি বর্ধমান শহরের নতুনপল্লিতে। অনির্বাণের বাড়ি শহরেরই কালনা গেট এলাকার দেশবন্ধুনগরে। ধৃতদের এদিনই বর্ধমান আদালতে পেশ করা হলে বিচারক সাতদিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন।
জানা গিয়েছে, শহরের কালনাগেট জামতলা এলাকার বাসিন্দা শিবপ্রসাদ চট্টোপাধ্যায়। বর্ধমান শহরের একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের অস্থায়ী কর্মী তিনি। ধৃত শুভজিৎ তাঁর ভাগ্নে। গত বৃহস্পতিবার শিবপ্রসাদবাবু প্রথম টের পান যে তাঁর ব্যাংক অ্যাকাউন্ট থেকে এক লক্ষ ১০ হাজার টাকা উধাও হয়েছে। তারপরই তিনি থানায় অভিযোগ দায়ের করেন। তিনি জানান, রাষ্ট্রায়ত্ত ব্যাংকের আঞ্চলিক শাখায় কাজ করলেও তাঁর স্যালারি অ্যাকাউন্ট রয়েছে ব্যাংকের মূল শাখায়। বৃহস্পতিবার অ্যাকাউন্টের ব্যালেন্স পরীক্ষা করতে গিয়ে তাজ্জব হয়ে যান তিনি। তখনই খেয়াল হয় অ্যাকাউন্ট থেকে এক লক্ষ ১০ হাজার টাকা উধাও হয়ে গিয়েছে। হতবাক শিবপ্রসাদবাবু প্রথমেই বিষয়টি তাঁর মা ছায়াদেবীকে জানান। এরপরেই ছায়াদেবী ছেলেকে জানান, কয়েকদিন আগে তাঁর কাছে একটি ফোন আসে। জানানো হয়, এটিএম কার্ড ব্লক হয়ে গিয়েছে। ফের চালু করতে হলে ফোনে কার্ড সংক্রান্ত কিছু তথ্য জানালেই হবে। সরল বিশ্বাসে ছায়াদেবী প্রশ্নের যাবতীয় উত্তর দিয়ে দেন। এরপরেই পুলিশের কাছে যান ওই ব্যাংককর্মী। তদন্তে নেমে পুলিশ জানাতে পারে, এটিএমের তথ্য হাতিয়েই টাকা সরানো হয়েছে অ্যাকাউন্ট থেকে। তবে ওয়ালেট অ্যাকাউন্ট মারফৎ গোটা কাজ করেছে অভিযুক্তরা। এরপরেই সংশ্লিষ্ট ওয়ালেট অ্যাকাউন্টটির সম্পর্কে খোঁজখবর শুরু করে পুলিশ। তদন্তে নেমেই চাঞ্চল্যকর তথ্য হাতে আসে। মামার অ্যাকাউন্ট থেকে অনলাইনে জালিয়াতি করে টাকা হাতিয়েছে
ভাগ্নে শুভজিৎ মণ্ডল। এরপরই দুই মক্কেলকে গ্রেপ্তার করে বর্ধমান থানার পুলিশ। জেরা করতেই জানা যায়, ধৃত শুভজিৎ প্রথম বর্ষের ছাত্র। অন্যদিকে দ্বিতীয়জন সিভিল ইঞ্জিনিয়র।
[ফের সেতু দুর্ঘটনা, বারুইপুরে রেল ওভারব্রিজের চাঙড় ভেঙে মৃত্যু মহিলার]
The post মামার অ্যাকাউন্টে অনলাইনে সিঁধ কাটল ভাগ্নে, উধাও লক্ষাধিক টাকা appeared first on Sangbad Pratidin.
