shono
Advertisement

আসানসোলে বাবুল সুপ্রিয়র প্রচারে তৈরি সুসজ্জিত গাড়ি, শুরু জল্পনা

বাবুল সুপ্রিয়র বিশেষ গাড়ি নিয়ে সমালোচনা বিরোধীদের৷ The post আসানসোলে বাবুল সুপ্রিয়র প্রচারে তৈরি সুসজ্জিত গাড়ি, শুরু জল্পনা appeared first on Sangbad Pratidin.
Posted: 03:35 PM Mar 28, 2019Updated: 06:21 PM Apr 17, 2019

চন্দ্রশেখর চট্টোপাধ্যায়, আসানসোল:   নির্বাচনী প্রচার চলছে জোরকদমে। রাজনৈতিক আদর্শ আর কাজের খতিয়ান মানুষের সামনে তুলে দিতে নিজের নিজের লোকসভা কেন্দ্রে প্রচার চালাচ্ছেন সব দলের প্রার্থীরাই। কেউ হেঁটে নিজের কেন্দ্রে বাড়ি বাড়ি গিয়ে প্রচার চালাচ্ছেন। কারও আবার সফর সঙ্গী গাড়ি। আসন্ন লোকসভা নির্বাচনে আসানসোলের বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয়র জন্য প্রস্তুত একটি গাড়ি৷ সে আবার যেমনতেমন নয়৷ একেবারে সুসজ্জিত চার চাকা৷  দলের প্রতীক পদ্মফুল, প্রধানমন্ত্রী এবং প্রার্থীর নিজের ছবিতে সজ্জিত গাড়ি চড়ে ঘুরবেন বাবুল সুপ্রিয়৷

Advertisement

[আরও পড়ুন: দীর্ঘ টানাপোড়েন শেষে কংগ্রেসেই যোগ দিচ্ছেন লক্ষ্ণণ শেঠ]

প্রার্থীতালিকা প্রকাশিত হওয়ার পর থেকেই প্রচারে নেমে পড়েছেন আসানসোলের বিদায়ী সাংসদ তথা লোকসভা নির্বাচনে আসানসোল কেন্দ্রের প্রার্থী বাবুল সুপ্রিয়। প্রচারের প্রথম দিনে তাঁকে দেখা গিয়েছিল হুড খোলা জিপে। এবার তারকা প্রার্থী বাবুল সুপ্রিয়র প্রচারের জন্য দলের তরফে একটি গাড়ির ব্যবস্থা করা হয়েছে। ইতিমধ্যেই দলীয় প্রতীকে সাজানো হয়েছে সেই গাড়ি। রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহের ছবি, সেই সঙ্গে রয়েছেন বাবুল সুপ্রিয়র ছবিও। জানা গিয়েছে, এই গাড়িটিতে করেই লোকসভা নির্বাচনের প্রচার চালাবেন বিদায়ী সাংসদ। প্রচারে সুবিধার জন্য গাড়িটিতে বিশেষ কয়েকটি ব্যবস্থা করা হয়েছে। গাড়িতে রয়েছে মাইক্রোফোন। হুডে থাকছে ছোট ছোট মাইক। যার মাধ্যমে যে কোনও জায়গায় গাড়িতে বসেই ছোটোখাটো সভা করতে পারবেন প্রার্থী। গাড়ির চাকা ছোট, যাতে যে কোনও জায়গায় এলাকায় সহজেই প্রবেশ করতে পারে সেটি। রয়েছে পাঁচ জনের বসার ব্যাবস্থা। তবে এই গাড়িটিতে এসি নেই বলেই জানা গিয়েছে।

[আরও পড়ুন: বাড়িতে আগুন, ঘুমের মধ্যেই দগ্ধ হয়ে স্বামী,স্ত্রী ও মেয়ের মৃত্যু]

ভোটযুদ্ধে প্রস্তুতির জন্য আর বেশি সময় নেই৷  সব দলই সেরে নিচ্ছে শেষ মুহূর্তের প্রস্তুতি৷ দেরি করে প্রার্থীতালিকা প্রকাশিত হওয়ায় বিজেপির তৎপরতা আরও বেশি। দাপুটে রাজনীতিবিদ হোক, নবাগত প্রার্থী অথবা তারকা প্রার্থী কর্মিসভার পাশাপাশি প্রচারে বেরোচ্ছেন সকলেই। তার মাঝে দলের তরফে বাবুল সুপ্রিয়র জন্য এমন সুসজ্জিত গাড়ি দেওয়া নিয়ে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে সমালোচনা৷ জিজ্ঞাসু দৃষ্টিতে তাকাচ্ছেন অনেকেই৷     

The post আসানসোলে বাবুল সুপ্রিয়র প্রচারে তৈরি সুসজ্জিত গাড়ি, শুরু জল্পনা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement