shono
Advertisement
Bangaon

রাস্তার কুকুরকে মারার প্রতিবাদের শাস্তি! আক্রান্ত মহিলা, শ্লীলতাহানি বনগাঁয়

দুই প্রতিবেশী যুবকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হয়েছে।
Published By: Paramita PaulPosted: 10:21 AM Nov 07, 2024Updated: 02:46 PM Nov 07, 2024

জ্যোতি চক্রবর্তী, বনগাঁ: রাস্তার কুকুরকে মারার প্রতিবাদ করার শাস্তি! লাঠি দিয়ে বেধড়ক মারধর করা হল এক মহিলাকে। বুধবার ঘটনাটি ঘটেছে বনগাঁ থানার সুভাষপল্লি এলাকায়। এই ঘটনায় দুই প্রতিবেশী যুবকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হয়েছে। তদন্ত শুরু করেছে পুলিশ।

Advertisement

আক্রান্ত মহিলার দাবি, গতকাল সন্ধেবেলা রাস্তার সন্তানসম্ভবা একটি সারমেয়কে লাঠি দিয়ে মারছিল দুই প্রতিবেশী। সে সময় এলাকারই বাসিন্দা ওই মহিলা প্রতিবাদ করেন। এর 'শাস্তিস্বরূপ' তাঁকেও লাঠি দিয়ে মারা হয়। রাস্তায় ফেলে মারধরের পাশাপাশি শ্লীলতাহানির অভিযোগ ওঠে দুই যুবকের বিরুদ্ধে। ওই মহিলা জানিয়েছেন, মারধরের পাশাপাশি রাস্তায় বের না হওয়ার হুমকিও দেওয়া হয়েছে। রাস্তায় বের হলে বাঁশ দিয়ে পিটিয়ে মারার হুমকি দিয়েছে হামলাকারীরা। 

এর পরই নির্যাতিতা রাতেই বনগাঁ থানাতে দুই প্রতিবেশী সুদীপ্ত ঘোষ ও বিজয় ঘোষের বিরুদ্ধে অভিযোগ দায়ের করছেন। তবে এখনও কাউকে গ্রেপ্তার করা হয়নি। এ প্রসঙ্গে নির্যাতিতার দাবি, "রাস্তার কুকুরটিকে যেভাবে মারধর করা হয়েছে, এবং আমাদেকও যেভাবে মারধর করা হয়েছে তার উপযুক্ত শাস্তি চাই। পুলিশের কাছে অভিযোগ জানিয়েছি। এবার দেখা যাক পুলিশ কী করে।" তবে এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • রাস্তার কুকুরকে মারার প্রতিবাদ করার শাস্তি!
  • লাঠি দিয়ে বেধড়ক মারধর করা হল এক মহিলাকে।
  • এই ঘটনায় দুই প্রতিবেশী যুবকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হয়েছে।
Advertisement