বাবুল হক, মালদহ: সীমান্ত এলাকায় রহস্যজনক গতিবিধি! মালদহের আদমপুর ভারত-বাংলাদেশে সীমান্তে গ্রেপ্তার বাংলাদেশি। যুবককে গ্রেপ্তার করে তদন্ত করতেই চোখ কপালে তদন্তকারীদের! ধৃতের মোবাইলে ভারত ও বাংলাদেশের দু'টি সিম কার্ড। শুখা মরসুমে মহানন্দা নদী পেরিয়ে ভারতে প্রবেশ করেছিল সে। কোনও আত্মীয়ের বাড়িতে আশ্রয় নিয়ে ছিল। কোনও নাশকতার ছক রয়েছে কিনা, খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
ধৃত যুবকের নাম কাউসার আলি। বয়স ২৪ বছর। সে বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলার কাইমপুর থানার বেকপুর এলাকার বাসিন্দা বলে জানতে পেরেছে বিএসএফ ও পুলিশ। বিএসএফ সূত্রে খবর, দিনকয়েক আগে ঘন কুয়াশায় দৃশ্যমানতার অভাবের সুযোগ নিয়ে জলপথে ভারতে ঢোকে যুবক। পুরাতন মালদহে কোনও এক আত্মীয়ের বাড়িতে থাকছিল।সীমান্ত লাগোয়া এলাকায় দিনকয়েক ধরেই সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিল সে।বৃহস্পতিবার রাতে সীমান্ত এলাকায় ঘোরাঘুরি করতেই তাঁকে আটক করে বিএসএফ। জিজ্ঞাসাবাদ করতেই একের পর এক বিস্ফোরক তথ্য উঠে আসে!
কী উদ্দেশ্যে যুবক ভারতে অনুপ্রবেশ করে তা নিয়ে ধোঁয়াশা। কোনও নাশকতার ছক কষেছিল কিনা, তাও ভাবাচ্ছে তদন্তকারীদের। তাকে কারা কারা সাহায্য করেছিল তাও খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ধৃত যুবককে শুক্রবার মালদহ থানার পুলিশের হেফাজতে তুলে দেয় বিএসএফ। এই ঘটনায় তদন্ত শুরু করেছে মালদহ থানার পুলিশ।
