অর্ণব দাস, বারাসত: উঁকি দিলে দেখা যেত হাজার রকম আলো। বাইরে থেকে শোনা যেত গানবাজনা। সেই স্পায়ের আড়ালে দীর্ঘদিন ধরে চলছিল দেহব্যবসা। গোপনে সেই খবর পাওয়ার পর বারাসতের (Barasat) একটি আবাসনে হানা দেয় অশোকনগর থানার পুলিশ। পুরুষ ও মহিলা মিলিয়ে মোট ১৫ জনকে আটক করেছে পুলিশ। এই চক্র চালানোর অভিযোগে স্পায়ের ম্যানেজার ইসরাইল শেখকে গ্রেপ্তার করেছে পুলিশ। এই চক্রের পিছনে আর কোনও বড় মাথা আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। উদ্ধার হওয়া যুবক-যুবতীদের বারাসত থানার হাতে তুলে দিয়েছে অশোকনগর থানার পুলিশ।
বারাসতের যশোর রোডে কাজিপাড়া এলাকায় রিজেন্ট গার্মেন্ট নামে একটি কারখানা রয়েছে। তার আশেপাশে রয়েছে বিভিন্ন দোকানে। সেখানেই রয়েছে একটি স্পা। স্থানীয়দের দাবি, ওই স্পা-তে মহিলা, পুরুষদের আনাগোনা লেগেই থাকত। তাঁরা কেউই এই এলাকার নন। অথচ স্থানীয়দের স্পা-তে ঢোকার ক্ষেত্রে ছিল বিধিনিষেধ। অনেক সময় নাকি ঢুকতে না দিয়ে স্পায়ের সামনে থেকে ফিরিয়েও দেওয়া হত বহু স্থানীয়কে। এলাকাবাসীর অভিযোগ, ওই স্পায়ের আড়ালে দীর্ঘদিন ধরে চলছিল দেহব্যবসা।
কয়েকদিন আগে অশোকনগর থানায় এক ব্যক্তি লিখিত আকারে অভিযোগ করেন। সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ। রবিবার সন্ধ্যা সাতটা নাগাদ ওই স্পা সেন্টারে যান অশোকনগর থানার ওসি চিন্তামণি নস্কর। তাঁর নেতৃত্বে পুলিশ বাহিনীও পৌঁছয়। চলে অভিযান। অন্তত ১৫ জন মহিলা ও পুরুষকে হাতেনাতে ধরা হয়। ওই চক্র চালানোর অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে স্পায়ের ম্যানেজার ইসরাইল শেখকেও। এনিয়ে বারাসত পুলিশ জেলার অতিরিক্ত সুপার দুর্বার বন্দ্যোপাধ্যায় বলেন, "গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। বেশ কয়েকজনকে আটক করা হয়েছে।"
